আমাদের কথা খুঁজে নিন

   

৩৫ লাখ টাকার ভি-স্যাট সামগ্রী উদ্ধার, আটক ১



অবৈধ উপায়ে বৈদেশিক কল আদান-প্রদান (ভিওআইপি) ও ভি-স্যাট ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে রুবায়েতুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার দিবাগত রাতে এ অভিযান চলে। এ সময় ৩৫ লাখ টাকার ভিওআইপিসামগ্রীসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। র‌্যাব-২-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র‌্যাব-২ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল্লবী থানার মিরপুর ১২-এর সি ব্লকের ১৬ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বাসায় তল্লাশি চালিয়ে ৩২টি স্লটের তিনটি চ্যানেল ব্যাংক, তিনটি কুইন্টাম, একটি ল্যাপটপ, একটি ইউপিএস, দুটি টি ট্রান্সসিভার, এক বানডিল এন্টিনার তার, ২০টি এন্টিনা, দুটি মোবাইল ফোনসেট, দুটি ১২ ভোল্ট ব্যাটারি। এই অভিযানে ৫১টি রবি, ২৩টি বাংলালিংক, ২৮টি গ্রামীণ, ১০টি ওয়ারিদ ও টেলিটকের তিনটি সিম জব্দ করা হয়েছ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।