আমাদের কথা খুঁজে নিন

   

Some wherein হৃদয়ে সবসময়

আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।

Though I am married with literature. But আমি একদমই লেখক নই! তাতে কি,ব্লগে এসে তো শিখছি আর লিখছি মানে লেখার চেষ্টা করছি। এই ব্লগিয় প্লাটফর্ম আসলেই একজন মানুষকে নতুন করে ভাবতে শিখায় অনেক ক্ষেত্রে। আমরা ব্লগে আসি শুধু আমাদের নিজস্ব লেখাগুলো থেকেই শেখা অথবা জানার জন্য না,আর সবার কাছ থেকে কিছু না কিছু জানার জন্য অবশ্যই। মানুষ ভাবের আদান-প্রদান করে।

এই আমরাও তা’ই আসলে করি প্রতিটি ব্লগার। এর মধ্যে অনেক লিখা পড়ে আনন্দ পেয়েছি,হাসিও এসেছে সুখের হাসি,কষ্ট পেয়ে হৃদয়ের গহীনে ব্যাথাও পেয়েছি। এই সবই তো আসলে একজন রক্ত-মাংস গড়া মানুষেরই মধ্যে থাকে। তা’ই তা সবার মধ্যেই বিদ্যমান ,সহজ কথা। জানি আপনারাও এইভাবেই হয়ত চিন্তা করেন।

আমিও কি আর তা থেকে ব্যতিক্রম হতে পারি। অবশ্যই না। এরপর তো অপেক্ষা শুধু! একবার ভাবি যে বলেই ফেলি Some wherein কে যে- আমার লেখাটা একটু প্রকাশ করবেন প্লিজ। কিন্তু পরক্ষনে মনে হলো যে- নাহ! কেন আমি তা বলতে যাবো। উনারা যা ভাল মনে করেন তা’ই হয়ত করবেন।

এই অগাধ বিশ্বাস ছিল Some wherein সম্পাদনা পরিষদের প্রতি। এরপর তো এর সাথেই যুক্ত হয়ে গেলাম একসময়। আমার আসল নামটা Chirosabuz নয়। এনিওয়ে, আজ নিরাপদ হওয়ার পর আমার ১ম পোষ্ট। জানিনা ১ম পাতায় আসবে কিনা।

আসলে সামহয়্যারইন ব্লগের সবাইকে শুভেচ্ছা, না আসলেও শুভেচ্ছা। সবাইকে Chirosabuz এর অনেক অনেক শুভেচ্ছা রইল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।