আমাদের কথা খুঁজে নিন

   

অফিস-আদালতে ছুটির রেশ

জনপ্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে রোববার সকালের প্রথমভাগে কর্মচারীদের উপস্থিতি ছিল একেবারেই কম। পুরান ঢাকার আদালত পাড়া ও সুপ্রিম কোর্টেও বিচার প্রার্থী ও আইনজীবীদের আনাগোনা দেখা যায়নি খুব একটা।
এরই মধ্যে সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসমুখী যাত্রীদের। রাতে যাত্রা করে সকালে রাজধানীতে পৌঁছেই বৃষ্টির কবলে পড়তে হয়েছে গ্রামে ঈদ কাটিয়ে নগরে ফেরা বহু মানুষকে।
গত বছর রোজার ঈদে একটানা লম্বা ছুটি মিললেও এবার তা হয়নি।

তিন দিন ঈদের ছুটির মধ্যে দুদিন ছিল শুক্র আর শনিবার। আর জামায়াতে ইসলামী মঙ্গল ও বুধবার টানা হরতাল ডাকায় ঢাকামুখী যাত্রীদের চাপ রয়েছে।
অফিস-আদালত খোলার দিনে ঢাকার সড়কগুলোতে যে ভিড় দেখা যায়, তার দেখা এখনো মেলেনি। রাস্তাগুলোতে ঈদের ফাঁকা ফাঁকা ভাব এখনো রয়েছে।
বুধবার সকালে সচিবালয়ে অল্প কিছু কর্মকর্তা-কর্মচারীকে দেখা যায় বারান্দায়, সিঁড়িতে, লিফটে, অফিস কক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করতে।


অনেকে গ্রামের বাড়ি থেকে সরাসরি অফিসে এসেছেন বলেও জানান। এসব কর্মকর্তা ও কর্মচারীকে ১০টার পরও অফিসে ঢুকতে দেখা গেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।