কিছু শব্দে আমি তোমাকে কখনো ডাকতাম না
নিঃশঙ্ক-নৈঃশব্দ্যের প্রলেতারিয়েত-প্রহর গুণে গুণে,
একসময় সব শব্দেরই অর্থ জেনে গিয়েছিলে তুমি;
তাই আমার উচ্চারিত প্রতিটি শব্দেরই অর্থ দাঁড়াতো
তোমার সর্বনাম অথবা আমার প্রতিটি উচ্চারণেই আমি
শুধু তোমার নাম ধরে ডাকতাম; তাই বেশ কিছুদিন-
কিছু কিছু শব্দে আমি তোমাকে কখনো ডাকতাম না।
এই যে আমি তোমাকে ডাকতাম না, তোমাকে ডাকতাম না,
তবু নিঃশঙ্ক-নৈঃশব্দ্যের প্রলেতারিয়েত-প্রহর গুণে গুণে
আমি কি তোমায় সত্যিই ডাকতাম না? তবুও বেশ কিছুদিন,
কিছু শব্দে আমি তোমাকে কখনো ডাকতাম না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।