আমাদের কথা খুঁজে নিন

   

অন্য এক পৃথিবীকে



বড় অসহ্য এই ইট কাঠ লোহার অরণ্য কে যেন ডেকে বলে, ওই দেখো, 'আপক্ক শস্যের ভারে স্বর্ণময় হয়ে আছে খেত ও খামার' দু'হাত বাড়িয়ে আছে আদিম স্তব্ধতা ও সারল্য খুব হেলাফেলায় মেঘ বালিকারা ছুঁয়ে আছে পর্বতের চুড়ো। জলপ্রপাতের পাশে শুয়ে আছে সারসের ঝাঁক মাঝে মাঝে ডানার করতালি। অলীক বৃষ্টির ঝিরঝির,আকুল ঝাউবন ত্রস্ত হরিণীর জলভরা চোখের আরাম। করতল উপচে পড়ে সুনসান রোদ প্রেম ছুঁয়ে যায় অভিসারি জনান্তিকে রোদ কাঁপে, ছায়া কাঁপে নরোম রোদের নিচে ঝর্ণার জলে ভিজে উঠি। প্রাত্যহিক দহনের এই ক্ষয়বৃত্ত থেকে, চেনা তমসারেখা থেকে অন্য এক পৃথিবীকে ছুঁয়ে ছুঁয়ে দেখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।