অজানাকে জানতে এক দূর্নিবার যাত্রা।
আমার এই কথাটা শুনে হয়তো অনেকেই অবাক হয়েছেন-
কিন্তু,
অবাক হওয়ার কিছুই নেই ধ্রুব তারার মতই সত্য।
এমন একটি প্লাট ফ্রমে আমি আছি,
তাইতো স্বপ্ন দেখি ইচ্ছে মতে।
কেনোনা, যাই দেখি তাই পূরন হয়।
তবে এই টুকোই শুধু বলার আছে,
এই রকম প্লাট ফ্রমে এসে লাইফ এবং স্টাইল একি সাথে পাওয়া যায়-
মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি আশির্বাদ স্বরুপ।
যারাই এর খোঁজ পায় !!!
তারাই তার জীবনের মূল্যটা ভালোভাবে বুঝতে পারে এবং সময়ের প্রতিটা সেকেন্ড ভালোভাবে কাজে লাগাতে পারে-
এমন একটি স্বপ্ন পূরনের আলাদীনের চেরাগ এর মত ঠিকানাটা ইচ্ছে করলেই দিয়ে দিতে পারি এখুনি-
কিন্তু না,
অন্যদের মেধাকে একটু কাজে লাগানোর বাসনাতেই বললাম না-
তবে এইটুকু আশা করি,
মন দিয়ে খুঁজলেই
যে কেঊ পেয়ে যেতে পারে সেই স্বপ্ন পূরনের ঠিকানাটা----
আমি নিঃসন্দেহে বলতে পারি এতে সবাই অকল্পনিয় কিছু পাবে যার জন্যিই আমার বলা--------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।