আমাদের কথা খুঁজে নিন

   

পরী, তুমি অমরত্ব চাও কি ?

‍প্রেম নয় কবির অন্বিষ্ট হলো বিরহ ।/ কিন্তু বিরহ দুর্লভ বড়, প্রেমের ওপারে থাকে সে ।/ তাই কবিকেও প্রেমে পড়তে হয়,/ অবশ্য তা প্রেমের জন্য নয়-/ একদিন বিরহকে কাছে পাবে বলে । ...নির্মলেন্দু গুণ ।

তোমার উচ্ছল হাসি আমাকে আকর্ষণ করে তোমার একটু নিরবতা আমাকে উদ্বিগ্ন করে তোলে । তোমার চঞ্চলতা আমাকে শৃঙ্খলিত করে তোমার মায়াবী দুর্বলতা আমাকে সাহসী করে তোলে । তোমার বিষণ্নতা আমাকে বিচলিত করে তোমার আগমনী বার্তা আমাকে উৎফুল্ল করে তোলে । তোমার রহস্যময়তা আমাকে কৌতুহলী করে তোমার কোমল পদক্ষেপ আমার বুকে কাঁপন তোলে । তোমার ভালোবাসা আমাকে স্বার্থক করবে আমার ভালোবাসা তোমাকে দেবে অমরত্ব । পরী, তুমি অমরত্ব চাও কি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।