আমাদের কথা খুঁজে নিন

   

অন লাইনে অর্থ উপার্জন



ইন্টারনেরের সাথে পরিচয় প্রায় ২০০৭ সালের মাঝামাঝি থেকে। একেবারে গাঁয়ের লোক তাও আবার ব্যবস্থাপনার ছাত্র। যতটুকুই শেখার চেষ্টা তাও আবার নিজে নিজে। কম্পিউটার বা ইন্টারনেট সসম্পর্কে কোন একাডেমিক শিক্ষা কখনো কোথাও থেকে পাই নি। নিজের অঘোম ইচ্ছা, দুর্বোদ্ধ সাহস আর ব্লগার বন্ধুদের শরণাপন্নতাই একমাত্র পুঁজি।

এই অঙ্গতা ও অপারগতার মাঝেও অন লাইনে অর্থ উপার্জনের মতো হাস্যকর ইচ্ছা মনের কোনায় মাঝে মাঝে উকি দেয় যা সত্তিই হাস্যকর। যেখানে দিনের পর দিন PTC - র রেজাল্ট শুণ্ , ঘামঝরা চেষ্টায় ADSENSE ACCOUNT, Address Verification -নের চিঠি আমেরিকা থেকে অতপরঃ BLOGSPOT -টের ব্লগের মাধ্যমে ডলার তাও আবার ২০ সংখ্যার নিচে। ADSENSE ও এর টাকা ইনকাম যে কত দক্ষ লোকের প্রয়োজন তা হারে হারে বেশ বুঝে গেছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর ইন্টানেটের ট্রাফিক বাড়িয়ে নিজের ADD - এ ক্লিক নেয়া চারটিখানি কথা নয়। সুতরাং ঐ ধান্ধা বাদ সিদ্ধান্ত নেই তার আগে Html বা Php শিখতে হবে।

কিন্তু কোথায় শিখব গ্রামে থেকে বাপের জন্মেও সম্ভব নয়। তবুও ভরসা করছি Html এর জন্য W3Schools থেকে। দেখা যাক কতদুর কি হয়! অবশ্য এরই ফাকে চেষ্টা করছি Graphicriver । কেননা Adobe Photoshop CS ও Adobe Illustrator 10 বেশ ভালই জানা আছে। দেখি Graphicrive থেকে কিছু করা যায় কিনা।

কিন্তু সে আশায়ও গুড়েবালি। Graphicriver -এর জন্যে ইমেজ আপলোড করার কথা অনেক সাইটে বলা আছে " উপরের কোনায় UPLOAD বাটন আছে কিন্তু আমার একাউন্টে UPLOAD বাটন খুজে পাচ্ছি না। কোন সহৃদয় টেকি ভাই যদি এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তো বেশ উপকৃত হতাম। Ftp তে চেষ্টা করেও কোন কাজ হচ্ছে না। Pls Help Me---


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।