আমি আমার মত,
হুম এটা সেই কাদের সিদ্দিকী যে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীনের পর পর পল্টন ময়দানে প্রকাশ্যে হাজার হাজার মানুষ ও দেশি বিদেশি সাংবাদিকদের সামনে রাজাকারদের বেয়নেট চার্জ করে নিজ হাতে হত্যা করছেন কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
রাজাকারদের প্রতি কি রকম প্রচণ্ড আক্রোশ থাকলে এভাবে নিজ হাতে শাস্তি দেয়া যায়?
১৯৭১ সালের কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ,এই লোক টাকে ছোট বেলা থেকে খুব পছন্দ করি, কারন তাকে নিয়ে অনেক গল্প শুনেছি আমার বাবার কাছ থেকে , চাকরি সুত্রে আমার বাবা তার এলাকাতে কাজ করেছেন । আমার বাবা মুলত আমাকে তার এবং মুক্তিযোদ্ধাদের গল্প গুলো বলতেন । ছোট বেলায় শেখ মুজিবুর রহমান এর পর তাকেই আমার সব থেকে ভালো লাগত । একটু বড় হয়ে তার ১৯৭১ সালের অবদান পড়ে গর্বে বুকটা ফুলে উঠত ।
১৯৭৫ এর পর তার বিদ্রোহ কতো শত কিংবদন্তি , মুজিব হত্যার পর তিনি কি আক্রোশে ফুঁসে উঠেছিলেন খুনিদের বিরুদ্ধে । সব ই আজ ইতিহাস । কিন্তু
এই বঙ্গবীর কাদের সিদ্দিকী আর বর্তমান দিগন্ত টিভি উপস্থাপক কাদের সিদ্দিকী কি এক ? এই আক্রোশ টা বর্তমান থাকলে রাজাকার দের টিভি তে কাজ করতেন না আর তার রাজাকার এর পক্ষের বলা কথা গুলো না হয় বাদ ই দিলাম । আপনাদের মতো বীর সেনাদের এই অবস্থা আমাদের মতো নতুন প্রজন্ম কে কষ্ট দেয় ,কি হয় ক্ষমতা না পেলে , গদি না পেলে , আপনি তো থাকবেন কোটি জনতার হৃদয়ের গদিতে । কিন্তু আপনি আজ এ কি করছেন ?
আপনাকে আবার আগের রুপে দেখতে চাই ।
প্লিজ ফিরে আসুন । আমরা আপনার প্রতীক্ষায় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।