আমাদের কথা খুঁজে নিন

   

### কে ? ### [মূল্যহীন পোস্ট]

স্বার্থপরতার নাম যদি হয় চালাকি - থাকতে চাই বোকা, করতে চাই বোকামি।“বোকামন” কখনো বৃদ্ধ, কখনো শিশু আবার কখনো যুবক .... (আমি বোকামনের হয়ে লিখছি ! তাই সাহিত্যের শিল্পগুন-মান হীন পোস্টগুলোর জন্য ক্ষমাপ্রার্থী) স্বদেশ রক্ষায় জীবন উৎসর্গ করে যেন কে ? সেই স্বদেশই অপমানিত লাঞ্ছিত হয় যেন কে ? পরাজিত শত্রুর হাসিমাখা মুখ দেখে তাড়িত বিবেকে যেন কে ? ক্ষুধার্ত, নি:স্ব সর্বহারার দলে ভিড়ে যায় যেন কে ? দুঃখিত হ্রদয়ে নিরস বদনে তাকিয়ে যেন কে ? হানাহানি আর রাজনীতির খেলায় ফুটবলটি যেন কে ? সারাদিন পরিশ্রমে ঘাম-ভেজা শরীরে ক্লান্ত যেন কে ? নতুন স্বপনে রোজ জেগে ওঠা বোকাটি যেন কে ? গণতন্ত্রের হরতালে কর্মহীন যেন কে ? এরই তালে মর্গে পড়ে থাকা লাশের সারিতে কে ? গুজবের আড়ালে সত্য মনে বিভ্রান্ত হয় যেন কে ? সরল বিশ্বাসে মুখরিত স্লোগানে প্রতারিত যেন কে ? কে হবে আর ! জানা তা সবার; জানতে চায় না যার জানা দরকার টিভির ফুটেজে, পত্রিকার পাতায় হাস্যউজ্জল তাদের সরকার ! কত লেখালেখি কত সেমিনার, চিন্তিত আহা ! দালালের জাত পাশাপাশি পরাজিত শক্তি আর মহামান্য শাসক সমাজ “কে” রা হয়তো যুদ্ধে নামে, লাগায় বাজি নিজের জান ইতিহাস হয় নতুন করে, গাইতে শেখায় প্রজন্মের গান নতুন আশায় স্বপ্ন বুনে ভুলে সকল আত্মগ্লানি । পরাজিত ওরা আবার ফিরে আশ্রয়দাতা সেই শাসকশ্রেণী -© বোকামন  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।