আমাদের কথা খুঁজে নিন

   

দি সি ইনসাইড (mar adentro) ‌‌-->মনে রাখার মত একটি সিনেমা

মন বসে না পড়ার টেবিলে

সিনেমার গল্প একটি বাস্তব চরিত্রের উপর ভিত্তি করে । হাভিয়ের বারদেম অভিনয় করেছেন রামন সামপেদ্রোর চরিত্রে । হাভিয়ের বারদেম কে কমবেশী সবাই চিনবেন যারাই নো কান্ট্রি ফর ওল্ড ম্যান মুভিটা দেখেছেন । ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা পরিচালনা করেছেন খ্যাতিমান স্প্যানিশ পরিচালক আলেসান্দ্রো আমেনাবার । সিনেমার কাহিনী আবর্তিত হয় এক জাহাজ শ্রমিককে নিয়ে যে যৌবনে এক দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব (quadriplegia) বরণ করে ।

ভাগ্যের নির্মম পরিহাস কেবল মাথা ছাড়া পুরো শরীর অকেজো হয়ে যায় এমনকি পাশ ফিরে শুইতে চাইলেও অন্যের সাহায্য লাগে । রামনেরও তাই একসময় জীবনের প্রতি মোহ কেটে যায় এবং আত্বহত্যার কথা চিন্তা করে । কিন্তু সে চোরের মত মৃত্যুবরণ করতে রাজি হয় না । সে আত্বহত্যার অধিকারের জন্য (euphanasia) আদালতে যায় । এগিয়ে যায় ছবির কাহিনী।

ছবিটি ২০০৪ সালের সেরা বিদেশী ছবির অস্কার জয় করে । ছবির সংগীত পরিচালনা করেন ডিরেক্টর আমেনাবার এবং কার্লোস নুনেজ (তাকে নিয়ে আমি আরেকটা লেখা লিখেছি)। দুর্দান্ত অভিনয় অসাধারন সিনেমাটোগ্রাফি আর হৃদয় ছোঁয়া মিউজিক এই মুভিকে অনন্য সাধারন করে তুলেছে । যে একবার দেখবে অনেক দিন মরে রাখবে এমন একটি মুভি হল মার আদেনত্রো ( দি সি ইনসাইড) । ছবির IMDb রেটিং 8.1 IMDb link of The Sea Inside


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।