আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বাই-এ আজ সওদাগর ওবামা !



শিরোনামটি আমার দেয়া নয়। আমি এটি নিয়েছি কলকাতা থেকে প্রকাশিত দৈনিক "আজকাল" থেকে । এত সুন্দর শিরোনাম দেয়ার জন্য মনে মনে পত্রিকাটিকে ধন্যবাদ দিয়েছি। ওবামা এখন ভারতে । ভারত এবং মার্কিন বিশ্লেষকরা দাবী করছেন ওবামার এই সফরের উদ্দেশ্য বাণিজ্য।

দশ দিনের এশিয়া সফরের প্রথম দিনে তিনি এখন ভারতে। ওবামা নাকি গত দুই বছর যুক্তরাষ্ট্রের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে নিরলস কাজ করেছেন, এজন্য তাকে অনেক দেশ সফর করতে হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের ভাবমুর্তি তিনি নাকি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন, ফলে এখন থেকে বাণিজ্য অর্থনৈতিক কারনে বিদেশ সফর করবেন। কিন্তু আজ ভারতের বিভিন্ন শহরে মুসলমানরা ওবামার ভারত সফরের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। ভূপালেও গ্যাস বিস্ফোরণে নিহতদের পরিবাররাও বিক্ষোভ করেছে।

( সূত্র এখানে পাওয়া যাবে) বাম দলগুলো আগেই বলেছে,যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী চরিত্রের কারণে তারাও ওবামাকে স্বাগত জানাবে না। তাহলে কি ওবামা যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পেরেছেন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।