হারানো বিজ্ঞপ্তি দেখে তুমি ভেবেছিলে
আমিই বুঝি হারিয়েই গেছি
না আমি হারাইনি
আমাকে হারানো হয়েছে।
হেরে হেরে মজা পায় কেউ
কেউ হারিয়ে
আমি তোমাদের মত নই
আমি হারিয়েদের দলে।
প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি হলে
‘অপূর্ণতাতো আসবেই’ বলতে তুমি
আমার না হয় প্রত্যাশা একটু বেশিই ছিল
আর তোমার প্রাপ্তি।
হারিয়েতো আমি গেছি সেই কবে
মায়ের ¯েœহে, বাবার শাসন আর তোমার প্রশ্রয়ে
হারতে হারতে ক্ষয়িষ্ণু আমি আর হারানোর নেই
শেষবারের মত আরেকবার হারতে চাই আমি
সে শুধু তোমার কাছে, একান্তই তোমার কাছে।
যে হারানোর পর আর কিছু হারানোর থাকে না
সে হারের জন্যই অপেক্ষা আমার..।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।