অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!
গেল কদিনে কয়েকটি খণ্ডিত কাজ করেছি। একটি হলো বর্তমান সরকারের ২২ মাসের ডিজিটাল সেক্টরের কাজের একটি তালিকা। জব্বার ভাইয়ের অনুরোধের ঢেকি ছাপা হয়েছে বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১০ এর ম্যাগাজিনে। এটির কোন ওয়েব সংস্করণ আছে কী না জানি না, খোঁজ নিয়ে না পেলে এখানে শেয়ার করবো।
২ তারিখে বিসিএস মেলায় ডিজিটাল বাংলাদেশ : লক্ষ্য ও অর্জন নামে একটি উপস্থাপনা করেছি। সেটার ভিডিওটি আশা করছি আজ কালের মধ্যে হাতে পাবো। তখন সেটা ইউটিউবে প্রকাশ করে দেবো। সেখানে আমি বলতে চেয়েছি আমাদের কোন সমস্যা নেই!!! যা আছে সব চ্যালেঞ্জ। আমার নিজের কাছে সবসময় এভাবে বিষয়গুলো ধরা দেয়।
চ্যালেঞ্জ হলে সেটা অতিক্রমের একটি জিদ তৈরি হয়, সমস্যা বললে একটু ঋণাত্মক ধারণা হয় বলে আমার ধারণা।
আর ৪ তারিখের প্রথম আলোর যুগপূর্তি সংখ্যায় দুই দশকের তথ্যপ্রযুক্তি নিয়ে আমার একটি কমেন্টারি ছাপছে।
হঠাৎ করে কয়েকদিনের জন্য বাইরে চলে যাওয়ায় মোটামুটি সবকিছু আউলা হয়ে গেছে। এখন সামলানোর চেষ্টা করছি।
সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।