আমাদের কথা খুঁজে নিন

   

ইভ টিজ না এডাম টিজ ?

আমি নিজেকে খুজি অন্যের মাঝে

ইভ টিজ সম্প্রতি একটি বিরাট মাথা ব্যাথা। যেদিকে তাকাই শুধু একই সংবাদ। প্রথমেই আসি "ইভ টিজ" শব্দ টা নিয়ে। আমি যতটুকু জানি ইভ বলতে মা হাওয়া কে বুঝানো হয় যা তার ইংরেজী বা খ্রীষ্টিয় নাম। আর আদম(আঃ) কে এডাম বলা হয়।

আমাদের সমাজে তথা সারা বিশ্বে টিজিং টা অনেক পুরাতন বিষয়। আমাদের নবী রাসুলের পত্নী, কন্যা ও এ থেকে মুক্ত ছিলেন না। তাই বলে এত দিন তো এটাকে কেউ 'মা হাওয়া' কে টিজ করা বলে চালায় নি তবে এখন কেন এটাকে ইভ টিজ বলা হচ্ছে ? মেয়ে জাতিকে বুঝানোর কি আর কোন শব্দ ইংরেজী-শব্দভান্ডারে নেই? আমাদের বর্তমান আধুনিক(?) বিশ্ব সমাজ ব্যবস্থার যুগে মেয়ে জাতিরা কি এতই পুত প্রবিত্র যে মা হাওয়া এর সাথে তুলনা করতে হবে? সেই দিকে না হয় নাই গেলাম। ছেলেরা কি টিজিং এর শিকার হয় না? তবে কেন আমরা একে শুধু ইভ নামে একটা বিতর্ক তৈরি করতেছি। এটাকে শুধু টিজ বললে দোষ কোথায়? নয়তো কিছুদিন পরে এডাম টিজ নামে আরেক টা শব্দের উৎপত্তি হবে।

এখন শুধু নারী নির্যাতনে আইন আছে কিন্তু পুরুষ নির্যাতনের কোন আইন নাই। বিগত কয়েক দিনের সংবাদ পত্র পড়লে বুঝা যায় পুরুষরা এখন কত অসহায়। বিয়ের পরে মেয়েরা পরক্রিয়ার মত খারাপ কাজে জরিত হয়ে কত ছেলেদের জীবন নষ্ট করতেছে। লোকাল বাসে চড়লে কোন মেয়ের গায়ে একটু গা লাগলে কত কথা শুনতে হয়। তাদের কথা শুনলে মনে হবে তিনি কোন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া বা নিকল কিডমেন।

ছেলেরা তার গায়ে পরার জন্য দেবদাস হয়ে গেছে। কিন্তু এই টা জানেনা তাদের গায়ে লাগলে অনেক ছেলেদের বাসায় এসে গোসল না কারা পর্যন্ত ভাল লাগেনা। আর ছেলে দের পায়ে পারা দিয়ে একটা ছোট সরি বলেই শেষ। এখন আসি কেন এই টিজিং: ১। আমাদের এখন ডিস ছাড়া একদিনও চলেনা, বাসায় ছোট ,বড়, ভাই , বোন সবাই মিলে ইন্ডিয়ান সিরিয়াল দেখি, স্টার মুভি, এইচ বি ও দেখি আর বলি তার কত মর্ডান আর ফ্রি।

নিজের মেয়েকে বারন করিনা যখন সে বায়না ধরে সনি টিভিতে কোন এক উপস্থাপিকার মত পোসাক বানাতে চাই। ২। ছেলে কে দেখতে বারন করিনা হলিওডের মুভি দেখতে। কিন্তু শাসন করি কোন মেয়েকে টিজ করতে। অনেক টা এমন যে, কোন এক মা তার সন্তান কে বলল ফ্রিজে আপেল রাখা আছে কিন্তু খাইলে পিটানি দিব।

৩। ছেলে মেয়েদের কে আধুনি হওয়া শিখাই, শিখাই মুক্ত চিন্তা আর আমাদের মডেল হল পশ্চিমা বিশ্ব। কিন্তু আমরা কি আমাদের ছেলে মেয়ে দের তাদের ছেলে মেয়ে দের মত মিশতে দেই? ৪। নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে আকর্ষনীয় ভাবে। তাদের রুপ সুন্দর্য প্রকাশ না করে লুকিয়ে রাখাই তাদের সন্মান বা অহংকার।

কিন্তু নারী রা কি তাদের সন্মান ধরে রেখেছে? আপনি কলা ছিলে হাতে নিয়ে দাড়িয়ে থাকেন আর তাতে মাছি বসলে মাছির দোষ ? আমার মা বোনকে কেউ টিজ করার সাহস পায় না কারন তারা তাদের রুপ সুন্দর্য বাহিরে প্রকাশ পায় না। তারা তাদের সুন্দর্য দিয়ে কারো মনে কু বাসনা জাগার সুব্যবস্থা করেনা। আল্লাহ কোরান শরিফে নির্দেষ দিয়েছেন: হে নবী আপনার পত্নী, কন্যাদের কে বলুন তারা যেন তাদের কাপড়ের কিছু অংশ নিজের মুখের উপর টেনে নেয় এতে তাদের চিনতে সহজ হবে এবং তাদের উক্তত্য করা হবেনা সৌয্য, বীয্য, পৌরষত্ব পুরুষের অহংকার। সামনে তেতুঁল ঝুলালে মুখে পানি আসবেই। এটাই প্রকৃতির নিয়ম।

তাই মুখের সামনে তেতুঁল ঝুলানো বন্ধ করুন। আর ছেলেদের কে এই অমানবিক নির্যাতন থেকে রক্ষা করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।