আমাদের কথা খুঁজে নিন

   

মাই ফোন এক্সপ্লোরার : সনি এরিকসন ফোনের জন্যে ফ্রি এবং লাইট ওয়েট একটা অসাধারন ফোনস্যুট

অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/
ফিচার: সরাসরি পিসেতে এসএমএস পড়া আর পাঠানো। এ্যাড্রেসবুক সরাসরি আউটলুক, জিমেইল, উইন্ডোজ এ্যাড্রেসবুক, থান্ডারবার্ড, সী মাংকি, লোটাস নোটস এসবের সাথে সিন্ক্রোনাইজ করা যায়। ফোন অর্গানাইজার ও ক্যালেন্ডার সরাসরি আউটলুক, গুগল ক্যালেন্ডার, উইন্ডোজ ভিস্তা ক্যালেন্ডার, থান্ডারবার্ড, সানবার্ড, রেইনলেন্ডার, লোটাস নোটস অনলাইন শেয়ার্ড ক্যালেন্ডারের সাথে সিন্ক্রোনাইজ করা যায়। এটমিক টাইম আপডেট ব্যাবহার করে ফোনকে সঠিক সময়ে সিন্ক্রোনাইজ করা। আরো অনেক কিছু, একবার ব্যাবহার করে দেখতে পারেন। আমার সবথেকে কাজে দেয় এটা, ফোন মনিটর এছাড়া সবথেকে বেশি ব্যাবহার করি কনট্যাক্ট সিন্ক, এসএমএস সিন্ক, পিসির কিবোর্ড দিয়ে মজা করে লম্বা এসএমএস পাঠানো, সরাসরি পিসি থেকেই কল করা (ল্যাপটপের মাইক্রোফোন ইউজ করে) নীচে কিছু স্ক্রীন শট দিলাম, হয়তো ভালো লাগতে পারে। ডাউনলোড : MyPhoneExplorer ১.৮ সাইজ ৬ মেগাবাইট
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।