আমাদের কথা খুঁজে নিন

   

██ সংসদে নতুন আইন পাশ

যত সব উল্টা পাল্টা চিন্তা, ভাবনা, ধ্যান ধারনা ১। কোন বিল্ডিং এর দেয়ালের পাশে কেউ পেশাব করতে পারবেনা ২। কোন বিল্ডিং এর সামনে কেউ জোরে হাচ্ছি দিতে পারবেনা ৩। কোন বিল্ডিং এর আশে পাশে কেউ জোড়ে কথা বলতে পারবেনা ৪। কোন বিল্ডিং এর ভিতরে কোন বাচ্চা কাদতে পারবেনা ৫।

মিছিল করতে হলে গ্রামে গিয়ে নদীর ধারে করতে হবে, তবে দেখে নিতে হবে আশে পাশে কোন কুরে ঘড় আছে কি না ৬। বিল্ডিং এর ভিতরে কেউ চুমা দেওয়া বা অন্য কিছু করতে পারবেনা ৭। গাড়ির হর্ন বা রিক্সার বেল কোন বিল্ডিং এর সামনে বাজানো যাবেনা এবং ধিরে ধিরে চালাতে হবে ৮। মোবাইল সব সময় বন্ধ করে রাখতে হবে ৯। টিভি বা রেডিওর সাউন্ড সবসময় বন্ধ করে রাখতে হবে ১০।

মসজিদ, মন্দির বা গির্জায় কোন রকম শব্দ করা যাবেনা ১১। কলিং বেল লাগানো যাবেনা আর মনে আইতেছেনা, আপনারা পারলে কইতে পারেন মোট কথা বিল্ডিং বাঁচাতে হলে কোন রকম শব্দ বা ঝাকুনি হয় এমন কোন কাজ করা যাবেনা আর আমার দাবি গাঁজার দাম অবস্য অবস্যই আরও কমাতে হবে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।