আমাদের কথা খুঁজে নিন

   

টক শোতে যেসব বুদ্ধিজীবি(!) আসে তারা কয়জন ব্লগ জিনিসটা বুঝে? দাখিল পড়ুয়া ছাত্রটি আর উনাদের মধ্যে আদৌ কি কোন প্রার্থক্য আছে?

মরলে শহীদ , বাঁচলে গাজী। সুতরাং হয় মারো, নয় মর। কিন্তু কেন মারবে?....... কারন হুজুর বলেছে ব্লগাররা নাস্তিক, নবীরে বকা দেয়। অন্তত একটাকে হলেও মারতে হবে। আর মারতে না পারলে নিজেই মরবো, মরার পরই বেহেশত........ এটাই দাখিল পড়ুয়া সুইট চেহারার ছেলেটার ধ্যান,জ্ঞান।

সুতরাং মারছে, অথবা মরছে...... "ব্লগারদের স্যালুট, ওরা দারুন কাজ করেছে, আমরা যা ৪২ বছরে যা পারিনি , ব্লগার তরুনরা সেটাই করে দেখিয়েছে, শাবাশ, শাবাশ....... কিন্তু ওরা নাস্তিক না সেটা প্রমাণ করতে হবে....... ওরা কিভাবে একত্রিত হলো সেটা একটা বিরাট প্রশ্ন" ......... ইয়েস, এগুলো বুদ্ধিজীবি নামক ব্যবসায়ীদের বিশেষজ্ঞ মত...... এই বুদ্ধিজীবী নামক লোক গুলার কোন ব্লগ আমি অন্তত কোনদিন পড়িনি, এমনকি তারা ব্লগে লিখে সেটাও শুনিনি........... অথচ ওরা না জেনে , না বুঝে সেই মাদ্রাসার সেই ব্রেন ওয়াশড ছাত্রটির মতো কখনো ব্লগারদের আস্তিক, কখনো নাস্তিক বলে বুলি আউড়াচ্ছে। যে নাস্তিক , সে ব্লগার হলেও নাস্তিক, না হলেও নাস্তিক। আবার যে আস্তিক সে ব্লগার হলেও আস্তিক, না হলেও আস্তিক। এই সহজ, সরল কথাটা কোন বুদ্ধিজীবির মুখে শুনতে পেলাম না। মাহমুদুর রহমান না হয় টার্গেট করেই ব্লগারদের নাস্তিক বানানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু টক শো 'র পুতুল গুলান এসব কি বলে? আমার কাছে দাখিল পড়ুয়া সেই ছাত্রটি আর টক শোর বিশেসজ্ঞ দুজনকেই স্বাভাবিক মানুষ মনে হয়নি।

আপনার কাছে??? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।