আমাদের কথা খুঁজে নিন

   

ইয়াহু ... ! আমি অহন তিন লক্ষাধিক হিটের মালিক... এই আনন্দ আমি কই রাখুম? আনন্দ রাখনের লিগা ভাল কোন একটা অনলাইন স্টোরেজের নাম কন ...

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

পোস্টের মইদ্যে এই উপলক্ষ্যে একটা বিরাট ভার্চুয়াল খানাপিনার ব্যবস্থা রাখছি।

বিরাট এন্তেজাম। আপনিও সবান্ধবে আমন্ত্রিন। বিরাট এন্তেজাম বিধায় খানাপিনা আসতে মানে পুষ্টটা লুড হইতে একটু বেশি সময় লাগ্বার পারে ... বল্গাইতে বল্গাইতে কেমনে যে তিনডা বছর পার হয়া গেল বুঝলাম না। সেইদিনের পুরানা সব ব্লগারগোরে খুব মিস করি। অনেকেই আর সামুতে নাই।

সামুর নিত্যদিন ঘটে চলা ক্যাচালের বলি তারা। আমিও কম ক্যাচালে পড়িনাই। কিন্তু ক্যাচালে পইড়া সামহোয়ার ইন ব্লগ ছাড়িনাই। কারণ আমি বিশ্বাস করি, যারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তারা কাপুরুষ ... আমি যারা চলে গেছে তাদের ইনসাল্ট করছিনা। কিন্তু চলে যাওয়াটা আসলে কোন সমাধান হতে পারেনা।

তাদের নিজেদের না যেয়ে উচিত ছিল ক্যাচালকারীদেরকে ভাগানো। তাহলে সামহোয়ার ইন ব্লগটা এখন আরো অনেক সুন্দর হইতো। তাইলে সবাই একত্রে বলেন। ক্যাচাল সৃষ্টিকারীগোরে দৌড়ের উপ্রে রাখুম ... ছবি: Click This Link আপনাগোর লিগা খানার এন্তেজাম করছি::: যার যেইটা লইতে ইচ্ছা করেন লয়া লন। এইডা অনলাইন খানা।

যতোই খান ফুরাইবে না... স্যুপ দিয়া শুরু: লন। এইবার ভাত খান: কোমল পানীয়: ব্লগার মাইশা আপুর জইন্য মাউন্টেন ডিউ আনা হইলো। অন্য কেউ এইটার দিকে নজর দিয়েন না... তাইলে খা্ওয়ার পর মাইশা আপুর ভার্চুয়াল পেটব্যাথা হইবো.... এইবার এই বোতল থিকা একটা কইরা মুখে লয়া একটু জিরান: যাগোর যাগোর খাওনের পরে একটা না হইলে চলেনা হেগোর লিগা। যেইটা খুশি খান। সবডি বিদেশি::: (আমারে মাইর মুইর দিয়েন না।

এইডি আপনাগোর লিগা আনছি) মহিলাদের জন্য: যাগোর পান করার অভ্যাস আছে তাদের জন্য: (গরম পানীয়) (খাওয়া শেষ হবার অনেকক্ষণ পরে খাইয়েন। আর বেশি মাত্রায় খাইয়েন না। পোস্টের ভিত্রে বমি করার চান্স থাকলে কপি কইরা বাইরে লয়া খান) সবাই ভালা থাইক্কেন -ম্যানি ম্যানি হ্যাপি ব্লগিং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।