অকবি @অ-কাজের কবি
আজ রাতের শেষ ভাগেও তুমি এসে
চলে গেলে পেছনের দরোজা দিয়ে
ঠাঁই পেলেনা একটি প্রহরও
এই ঘাতকের কাছে
কৈ পেলে আনন্দ, সুখ-আহলাদ
রইল না তোমার প্রতিবাদ
তৃপ্তির ঢেকুর গিলে লুপে নিলেম
তোমার টনটনে বিষ মাখা শরীর,
আজ টানটান করে হেলে দোলে বিলিন।
শুধুকি আমারই জন্য?
কিছুই পাওনি তুমি!
নিরানন্দওত নও।
আজো বলোনি, তোমার কিছুই হয়নি
কিছুই পাওনি। আরো বেশির জন্য
রোজ রোজ প্রত্যুষে
লোভ সামলাতে না পেরে
উন্মাদ এক কামুকের কাছে
ছোটে এসে, মেলে ধরেছ আরো-আরো
আরো বেশি কিছু পাওয়ার লোভে।
তুমিত জান, আমার ঘরে..
আরো অনেকের আসা যাওয়া হয়
তবুও পার করেছ কতটা হিজিবিজি সময়
আমি এক পাথর হৃদয়
কঠিন শক্ত পাষাণ হস্তে
তোমার কোমল ডানা দু'টো
ঝাপড়ে ধরে পালক খুলে নিতাম
তুমিও পাখা ঝাঁপটানি দিয়ে
স্বেচ্ছায় কয়েকটি পালক
ছেড়ে দিতে...। খসে পড়া
পালক গুলো ফেলে..
আজ অবধি যাচ্ছ..
পেছন দরোজা দিয়ে চলে..।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।