আমাদের কথা খুঁজে নিন

   

আজকের *মা দিবসে* সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা-

যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। কারণ মিথ্যা তাঁর প্রকৃতগত কারণেই বিলুপ্ত হয়ে যায়। আল-কুরআন : সূরা- ইসরা, অধ্যায়-১৭, আয়াত-৮১ আগের পোস্ট নরমাল বনাম সিজারিয়ান ডেলিভারিঃ কোনটা, কেন যৌক্তিক? আগুনে পুড়ে গেলে করণীয় অবৈধ ধর্ষণ -বনাম- বৈধ ধর্ষণ জনগনের সাথে প্রতারনা করছে ব্র্যাক ব্যাংকের “বিকাশ” ও তার এজেন্টরা । পড়ালেখা শেষ হবে, খুব ভালো একটা চাকুরী ও হয়ে যাবে হয়তো। আর একটা ভালো চাকুরী পাওয়া মানেই একটা সুন্দরী বউ পাওয়া! বিয়ের পরতো বউকে নিয়ে আরাম আয়েশে থাকতে হবে, তাই না? শ্বশুড়- শ্বাশুড়িকেও সময় দিতে হবে, তাই না? শ্যালক- শ্যালিকাদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে, তাই না? হুম, সবইতো ঠিক করা আছে।

তাই, ভাবছি, বিয়ের কয়েক মাস পর মা- বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবো। ওনারা পুরোনো হয়ে গেছেন। এই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। আর তাছাড়া আমার বউ ও তো চাইবে না, আমি ওনাদেরকে এখানে রাখি। রাখলেই তো সমস্যা।

আমি তো আয়েশ করে শ্বশুড়- শ্বাশুড়ির খেদমত করতে পারবো না। আমার খুব ভালো বেতনের একটা চাকুরী হবে। প্রতি মাসে বেতন পাওয়ার পর শ্বশুর- শ্বাশুড়িকে কিছু একটা উপহার না দিলে সমাজে আমার মান থাকবে? তাছাড়া আমার আদরের বউতো অভিমান করে গাল ফুলিয়ে থাকবে। বউ ই তো আমার সব। বউয়ের অভিমান কি আমি সহ্য করে থাকতে পারবো? ফ্রী থাকলে মাঝে মাঝে গিয়ে মা-বাবাকে বৃদ্ধাশ্রমে দেখে আসবো।

কিন্তু ছুটির দিনগুলোতে প্রায়ই বউকে নিয়ে শপিং এ যেতে হয় কিংবা একটু পার্টিতে, ফ্রী সময় বের করাই মুশকিল! ---------------­­-------- লেখাগুলো পড়ার পর আঁতে ঘা লেগে উঠছে তাই না? আমাদের সমাজে এমনই ঘটে। এমন যদি না ঘটতো তাহলে একটা বৃদ্দাশ্রম ও থাকতো না! আমাদের সমাজে বৃদ্ধাশ্রম থাকবে কেন? ধিক্কার জানাই সেই সকল শিক্ষিত মূর্খদের। যারা আধুনিকতার দোহাই দিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ধিক্কার জানাই সেই সকল হতভাগাদের- যারা বউয়ের আঁচলের নীচে থাকার জন্য মমতাময়ী মায়ের আঁচল ত্যাগ করে। আজকের *মা দিবসে* সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা- "ইয়া আল্লাহ, আমাদের সমাজে যেন কোন বৃদ্ধাশ্রমের প্রয়োজন না থাকে।

আর আমার মা-বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই যেন আমি বিদায় হয়ে যাই!" ফেসবুকে আমি (সংকলিত) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।