বর্তমানে দেওয়া B.Sc. in Agribusiness এর ১৬০ ক্রেডিটের কোর্স কারিকুলামের ১২২ ক্রেডিট হচ্ছে ব্যবসায় অর্থাৎ BBA সম্পর্কিত এবং কৃষি বিষয়ক হচ্ছে ৩৮ ক্রেডিট। ডিগ্রি এর নামের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৯০ ক্রেডিটের বাধ্যবাধকতা থাকলেও এখানে ক্ষেত্রে ১২২ ক্রেডিট অগ্রাহ্য করে ৩৮ ক্রেডিট এর উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে B.Sc.(Agribusiness) , যা অসঙ্গতিপূর্ণ । যার খেসারৎ দিতে হচ্ছে অনার্স শেষ করা তিনটি ব্যাচ এর ।
এমতাবস্থায় এই অনুষদের সকলের দাবী ডিগ্রি এর নাম B.Sc.(Agribusiness) এর পরিবর্তে BBA(Agribusiness) করে কোর্স কারিকুলাম ১২০ ক্রেডিট এর মধ্যে সীমাবদ্ধ রেখে, ব্যবসায় শিক্ষার মৌলিক চারটি বিষয়কে প্রাধান্য দেওয়া হউক এবং কৃষি বিষয়ক অন্যান্য বিষয়ের মৌলিক জ্ঞান প্রদান করা হউক।
উপরোক্ত দাবীতে গত ৩১/১/২০১৩ তারিখে ছাত্রছাত্রীরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, অনুষদের ডীন বরাবর স্মারকলিপি প্রদান করে।
মাননীয় উপাচার্য আশ্বাস দেওয়ার পর ও কাজের অগ্রগতি না দেখতে পাওয়ায় ছাত্রছাত্রীরা ১০/২/২০১৩ তারিখে আরেকটি স্মারকলিপি প্রদান করে এবং যত দিন না B.Sc.(Agribusiness) পরিবর্তন করে BBA(Agribusiness) করা হচ্ছে ততদিন ক্লাসে না যাওয়ার ঘোষণা দেয় । তারা আরও শপথ করে যে B.Sc.(Agribusiness) এর কোন ক্লাস আর তারা করবে না এবং যতদিন না BBA(Agribusiness) হচ্ছে ততদিন আন্দোলন করে যাবে ।
কর্তৃপক্ষের অনেক আশ্বাস এর পর ও ছাত্রছাত্রীরা তাদের দাবীতে অনড় থেকে ক্লাসে ফিরে না যাওয়ায় গত ২০/২/২০১৩ তারিখ মাননীয় উপাচার্য মহোদয় ২৭/২/২০১৩ তারিখ একাডেমিক কাউন্সিল এর সভা আহ্বান করেন এবং ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরতে বলেন ।
কিন্তু ছাত্রছাত্রীদের দাবী কয়েকজন শিক্ষক এখন ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবীর বিপক্ষে ষড়যন্ত্রে লিপ্ত এবং তারা ছাত্রছাত্রীদের সাথে খারাপ ব্যাবহার করে তাদের কে ধ্বংসাত্মক কাজ করতে উস্কে দিচ্ছে, যাতে করে কয়েকজনকে বহিষ্কার করে আন্দোলন থামিয়ে দেওয়া যায় ।
তবে ছাত্রছাত্রীরা কোন প্রকার সহিংসতা ছাড়াই গত ১৪ দিন ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।