আমাদের কথা খুঁজে নিন

   

শীত এসেই গেল...

এতকিছু ... ওই সিনেমার জন্যই...

দ্বিধান্বিত ছিলাম। এবার শীত আসে কী না আসে! অথচ গত চারদিনের আবহাওয়া বলছে শীত এসেই গেল। গতকালও কয়েকজনের গায়ে হালকা শীতের পোষাক দেখেছি। শীত শুধু এসেই গেল না, মনে হচ্ছে এবার ভয়াবহ শীত পড়বে। খনার মতে, উনো বর্ষায় দুনো শীত।

এবার বৃষ্টি হয়েছে কম। শীত ব্যাপক পড়বে মনে হয়... .. . আবার আমরা টাটকা শাক সবজি খাবো। রেল লাইনের ধারে বেড়াতে গিয়ে কুয়াশার স্পর্শ পাবো। গাছের পাতার ফাঁক দিয়ে আসা রোদে শরীর মেলে বসবে কোন কিশোরী। লাল এক কাপ চায়ে চুমুক দিতে ওম খুঁজবো আমরা।

আবার কোন মায়াবতী তার হলুদ চাদর জড়িয়ে ক্লাস করতে আসবে। আবার শীতের পাখিরা মুখরিত করবে আমাদের আঙ্গিনা। ছেঁড়া ছালা গায়ে দিয়ে বিচালী মুখে দেবে গৃহস্থের গরুগুলি। হু হু করে শীতের হিমেলতম হাওয়া ঢুকে পড়বে ছনের কিংবা টিনের চালাওয়ালা ঘরগুলিতে। আবার গৃহহীন একদল মানুষ কাটাবে বস্ত্রহীন অন্নহীন নিদারুন কষ্টের বিষন্ন সময়।

এবং আমরা অবশ্যই নিষ্ক্রিয় থাকবো না। আমরা তাদের পাশেই আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।