আমাদের কথা খুঁজে নিন

   

আজকের আলোচনাঃ পাবলিক ভার্সেস প্রাইভেট ইউনি - কাছ থেকে দেখা



আজকে একজন ব্লগারের একটা পোষ্ট দেখলাম প্রাইভেট ইউনিভার্সিটি: সার্টিফিকেটের জন্য বিনিয়োগ লিখেছেন যম দুত, ০২ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:১০ ওনি নানা কথাই বলেছেন । তাছাড়া পোষ্টে বিভিন্ন কথা-ফ্যাক্টর আলোচনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে নিজেকে একটি এলিট শ্রেণী হিসেবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা চালিয়েছেন। সাথে আরো কেউ কেউ ওনার সাথে জয়েন করেছেন বিভিন্ন মন্ত্ব্যের মাধ্য দিয়ে। আর কারো প্রাইভেট ইউনি নিয়ে কোন প্রকার এলার্জি থাকলে এখানে প্রকাশ করুন। অবশ্য আমার পাবলিক ও প্রাইভেট ইউনি দুইধরনের ইউনিতেই পড়ার অভিজ্ঞতা আছে।

তাই আমি পাবলিক ইউনির নানা ফ্যাক্ট ও খুব ভালভাবে জানি। কিভাবে ১২টা প্রশ্ন সিলেক্ট করে দিয়ে ৮টাই পরীক্ষায় কমন পাওয়া যায়। কোন শিক্ষকের কাছে কিভাবে লবিং করলে প্রাক্টিক্যাল তথা ভাইভায় ভাল নম্বর পাওয়া যায়। কোন শিক্ষক কোন দল করেন সেই দলের কর্মীদের ক্লাসে উপস্থিত না থাকলেও কিভাবে তাদের ক্লাশ পার্সেন্টেজ দেওয়া হয়। কিভাবে টিউটিরিয়ালের মার্ক পাওয়া যায়।

আরো নানা (অনা) আদর্শপনায় ভরপূর আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ। আরো আছে নানা প্রকার দূর্নীতির আশ্রয় নিয়ে প্রথম শ্রেণী দেওয়ার ঘটনা তো অহরহ। পত্রিকায় এসব আসে না কারণ সাংবাদিক বেচারাও তো হয় সেই ইউনির ছাত্র। আর সেই আদর্শবাদী শিক্ষকদের কথা নাহয় নাই বললাম। আর প্রাইভেট গুটি কয়েকটা ছাড়াও কিছু কিছু ভাল প্রতিষ্ঠান আমাদের আশেপাশেই রয়েছে কিন্তু সেইগুলো মিডিয়ার কভারেজ পায় না।

তারমধ্যে উল্লেখযোগ্য ইউএসটিসি চট্টগ্রাম,জহুরুল ইসলাম মেডিকেল কলেজ,কিশোরগঞ্জ ইত্যাদি। আর একটা কথা ভর্তি পরীক্ষায় ভাল নম্বর মানেই মেধার সাক্ষর এটা এসময়ের জন্য প্রযোজ্য নয় বলেই মনে করি। কারণ শাহজালাল,চবি,খুবিতে ভর্তি পরীক্ষা উথরানোর অভিজ্ঞতা আমাকে তাই বলে। সর্বোপরি পাবলিক ইউনিতেই যেমন সবাই পড়তে পারে না (ভর্তি পরীক্ষায় ভাল করতে হয়)আবার প্রাইভেটেও সবাই চাইলেও পড়তে পারে না (একাডেমিক যোগ্যতার পাশাপাশি আর্থিক সামর্থও থাকতে হয়)। তাই পাবলিক ইউনিতে পড়ার কারণে নিজেকে এলিট ভাববার কোন সুযোগ নেই।

আর ওয়ার্ল্ড র‌্যাংকি এর দিকে থাকালেই কথাই নেই। আর বিদেশী ভাল বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে (যোগ্যতা)তো প্রাইভেট ইউনি কোনভাবেই পাবলিক ইউনির ছাত্রদের চেয়ে পিছিয়ে নেই। এটা আমার দেখা। জানি না কে কি বলবেন। সমস্যা দুই জায়গায়ই (পাবলিক,প্রাইভেট) আছে , তবে দুই ধরনের প্রতিষ্ঠানের সমস্যার ধরন ভিন্ন ভিন্ন ।

এটা মানতেই হবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।