আমাদের কথা খুঁজে নিন

   

।। অন্তঃপুরের দুয়ার খোলো ।।

বাঙলা কবিতা ........................... অন্তঃপুরের দুয়ার খোলো, প্রিয় অভিমান, আমাকে নাও এবার তোমার সুরক্ষা-অঞ্চলে; শোনো গোপন হৃদয় থেকে উচ্চারিত গান আর্দ্র সুরে সে-কাকে আজ আস্থাবৃক্ষ বলে! এই হৃদয়ের অতল হতে একটি অঙ্গুরীয় দহনকালের অগ্নিযোগে স্বর্ণফুলে ফোটে, সচুম্বিত গ্রহণগানে প্রণয়ভেজা ঠোঁটে তাকে মোহন অঙ্গুলিতে শোভন করে নিও। যা বেসেছি, সেটাই আমার শীর্ষবিন্দুপ্রেম, এ যাবৎকাল বিষাদ-মাঠে একলা গাওয়া সুর; এবার এসো, মেলাও তোমার মধুর কণ্ঠহেম, সঙ্গীতে আজ ঢেউ খেলে যাক যুগ্ম-সমুদ্দুর। হৃদয়তলের বাঁধন খোলো ছুটুক গন্ধবান, এক হয়ে যাক ফাটল-ধরা অনন্য আসমান। ...........................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।