আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া-কাব্য-১

নিজকে নিয়ে উদাস আমি, পরকে নিয়ে কখন ভাবি...

তোমার বুকে খেলা করে সাত আকাশের নীল আমার হৃদয় কষ্টে গড়া দেয়াল আটা খিল। তোমার বাবার অনেক টাকা গাড়ি বাড়ি সোনার ছড়ি আরো আছে জমি-জমা পাশেই মতিঝিল আমার দু’হাত হিসেবি খুব পকেট ফাকা যাইনা ঢাকা গাও গেরামের বোকা ছেলে অভাব গতিশীল। তোমার প্রিয় আলোকবাতি দামি হোটেল নতুন মোবেল লক্ষ টাকার সদাইপাতি বিশাল শপিং মল এসব আমার চোখের কাঁটা ঘাম ঝরানো দাম ঝরানো এই অবয়ব, দু:খ আমায় অহর্নিশি ডাকে অনর্গল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।