আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ-৪৬ কাচে কারুকাজ



আগেকার দিনের বনেদী, জমিদার, বা রাজার বাড়ীতে দরজা, জানালায় বিশেষ করে এসবের ওপরের অংশে কারুকাজ, রংগীন কাচ লাগানো দেখা যেত। আজকাল এই জিনিস ফিরে এসেছে অন্যভাবে। যে সব নতুন বাড়ী, এ্যাপার্টমেন্ট, ডুপ্লেক্স হচ্ছে তার মাঝে কাচের ব্যবহার ব্যাপকভাবে দেখা যাচ্ছে। রংগীন, বর্ণিল কারুকাজময়, সর্বাধুনিক কাচ সংযোজন হচ্ছে। নতুন এবং ভাল ব্যবসা মাধ্যম এখন এটি। বিভিন্ন দেশ থেকে আমদানী হচ্ছে। কাচে হ্যান্ডপেইন্টিংও হচ্ছে। আলো ঝলমল পরিবেশ, চমক, বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে। কিছু নমুনা দেখা যাক- ও হ্যাঁ, দেখার জন্য ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।