আমাদের কথা খুঁজে নিন

   

হাত সরিয়ে নিও না

শেষ বলে কিছু নেই

ঐ যে দ্যাখ, বদলে যাচ্ছে হাতের রং ঐ যে হাতের ভেতর উতরোল ঢেউ- সমুদ্রের অপরিমেয় আয়োজন: ওখানেই শ্বাস ফেলেছিল প্রথম প্রাণ ঐ যে প্রাণের ’পরে হেঁটে যাচ্ছে দ্বিতীয় পৃথিবী ঐ যে পৃথিবীর ছায়ায় পাশ ফিরে শুচ্ছে অতৃপ্ত কাল- ধুম ধুম স্বপ্নের মহাউৎসব: ওখানেই সবুজের চোখ থেকে ঝরে পড়েছিল প্রথম অশ্রু দয়া করে হাত সরিয়ে নিও না। ঔ যে দ্যাখ, বদলে যাচ্ছে হাতের জ্যামিতি ঐ যে বৃত্তের ভেতর ভাঙছে বৃত্তের স্থিতি- ধ্বংস আর বিনির্মাণের আশ্চর্য ট্রপিজিয়াম: ওখানেই ঝলকে উঠেছিল মৃত্যুময় নীল বিদ্যুৎ ঐ যে বিদ্যুল্লতা শুয়ে আছে অলৌকিক মেঘের ডিভানে ঐ যে বিলীয়মান নীলের ভেতর আদিমতা... রক্তে দিচ্ছে টান দয়া করে হাত সরিয়ে নিও না। ঐ যে দ্যাখ, হাতের ভেতর ফুটে উঠছে আমার মৃত্যুক্ষত মুখের মমি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।