আমাদের কথা খুঁজে নিন

   

১০০ মিটারের শিরোপা আবার বোল্টের

দক্ষিণ কোরিয়ার দেইগুতে গত আসরের মতো ফলস স্টার্ট আর হয়নি; তাই রোববার রাতে মস্কোতে তাকে পেছনে ফেলতে পারেনি কেউই।
৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে জ্যামাইকার এই গতিমানব পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনকে।
 জ্যামাইকার নেস্তা কার্টার ৯.৯৫ সময় নিয়ে হয়েছেন তৃতীয়। চতুর্থ ও পঞ্চমও হয়েছেন জ্যামাইকার দৌড়বিদেরা। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে তিনটি সোনা জেতার পর ২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যম্পিয়নশিপে ১০০ মিটার ২০০ মিটার ও ৪*১০০ মিটারে সোনা জিতেছিলেন উসাইন বোল্ট।
কিন্তু ২০১১ সালে দেইগুতে ফাইনালে ফলস স্টার্টের জন্য ডিসকোয়ালিফাইড হওয়ায় ১০০ মিটারের নতুন বিশ্ব চ্যম্পিয়ন হয়েছিলেন তারই স্বদেশী ইয়োহান ব্লেক।
এরপর ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ওই তিনটি ইভেন্টে আবার সোনা জিতলেও বিশ্ব চ্যম্পিয়নের খেতাবটা ফিরে পেতে উদগ্রিব ছিলেন তিনি।
মস্কোতে সোনা জেতার পর বিশ্ব চ্যম্পিয়নশিপে তার সোনার সংখ্যা দাঁড়ালো ছয়টিতে। এখনো বাকি আছে ২০০ মিটার ও ৪*১০০ মিটারের ইভেন্ট।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।