আমার মনে হয় দুঃখ ভেসে ভেসে বেড়াচ্ছে,শুধু মাত্র হিমির জন্য-
আইনস্টাইনের জীবনের সংকটময় ও দৃঢ়তার কাহিনী যেনো দুঃখের কোরাস গাইছে।
দুঃখ দিয়ে দুঃখকে কাটাকাটি করেছি আমি,
আমার জীবনে নিজেকে বিশ্লেষন করার সময় পাইনি।
লিজেলকে(আইনস্টাইনের কন্যা,যে কন্যাকে আইনস্টাইন নিজেই দেখেনি!)
খুব দেখতে ইচ্ছা করে!
লিজেল,তুমি আইনস্টাইনকে ক্ষমা করে দিও অথবা আরো ভালোবাসা পাঠিও।
আইনস্টাইন,ভালো করে তাকিয়ে দেখুন- আমি মোজা ছাড়াই জুতা পড়ে আছি।
মৃত্যু যত সংক্ষেপে হয় ততোই ভালো।
সারা পৃথিবীর যন্তনা নিয়ে কীভাবে আইনস্টাইন,বিদায় নিলেন?
আমাদের পৃথিবী আমরাই শেষ করে দিচ্ছি না?
আইনস্টাইন,অদৃশ্যভাবে হিমিকে বলেন-
"তোমার মহান পুরুষকে নিয়ে তুমি একটু বাইরে,
কোন খোলা জায়গায় সময় কাটিয়ে আসো।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।