বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি
(১)
তুমিও হেরে যাব-
আমাকে হারিয়ে দিলে,
(২)
জানি,
একদিন ফিরে আসতে চাইবে
কিন্তু-
সে সুযোগ তোমাকে দেয়া হবে না
(৩)
প্রেম মানে স্নায়ুযুদ্ধ শেষে
একজনার জয়, আর একটি পরাজয়
(৪)
প্রেমে আর বিশ্বাস নেই আমার
নারী মানেই প্রতারণা
প্রেমিকা মানই কামদেবী
উচ্চাভিলাষ কামিনী
(৫)
ভালই যদি বাসতে, তবে-
ফিরিয়ে দিলে কেন?
(৬)
আজ
ভালোবেসে কাছে টেনে না নিলে
কাল
যদি ফিরে আসো,
দুর দুর করে তাড়িয়ে দেব
(৭)
ভিক্ষুক না, আমি প্রেমিক
তোমাকে না পেলে জ্বলে মরবো
-তোমাকেও মারবো,আমাকে ছাড়া
তুমিও সুখী হতে পারবে না, প্রিয়তমা
(৮)
কি দিয়ে মুছবে ?
হৃদয়ের ক্ষত-
যখন আর পারবে না
বাইতে,মিথ্যার ভারী চাদর
সেদিন আমি দূর থেকে
দেখব,তোমার করুণ পরাজয়
নিজেকে বিজয়ী মনে হবে হয়ত।
(৯)
মাঝে মাঝে ভূলে যাই
তবে কেন
একেবারে ভূলে যাই না!
মাঝে মাঝে দেখা পাই
তবে কেন
চিরতরে পাই না!
(১০)
সামনের দরজা থেকে, কৌশলে
বের করে দিয়েছ অধ্যাপক-
মেধা তো উল্টো পথে হাটবেই
তোমাদের পতন দরজার ওপারেই
বেল বেজে উঠবে ক্ষণিক বাদেই..
------------------------
(আক্টোবর ৩১, ২০১০. ২১৪ জহুরুল হক হল, ঢাবি)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।