আমাদের কথা খুঁজে নিন

   

ওগো দূর পাহাড়ী নারী.......



একটু ধীরে ধীরে এই গান টা গেয়ে দেখুন তো .....কেমন লাগে.... তুমি দূর পাহাড়ী নারী তবে কেন এমন করে লও যে সবই কাড়ি ওগো দূর পাহাড়ী নারী। আমায় দিয়ে কিছু যাও কেন প্রাণ যে কাড়ি লও ওগো এমন করে একলা ফেলে কেন চলে যাও... ওগো দূর পাহাড়ী নারী, তুমি দূর পাহাড়ী নারী। তুমি হাসলে পরে ঝর্না ঝরে কাঁদলে আসে বারি তুমি ভাবলে বসে একা একা প্রাণ যে আমায় ছাড়ি.... ওগো দূর পাহাড়ী নারী, তুমি দূর পাহাড়ী নারী। কেমন গাইলেন জানাবেন.......কিন্তু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।