~ ভাষা হোক উন্মুক্ত ~
= হ্যালো
_ এই যে কথা বলো তোমার ছেলের সাথে, তার না কি ইম্পর্টেন্ট কথা আছে তোমার সা... ( বাক্যটা শেষ হবার আগেই ফোন কেড়ে নিয়েছে দুষ্টুটা )
_ পাপা, পাপা, পাপা
= জ্বি পাপা, বলেন
_ আপনি কেমন আছে?
= আমি ভাল আছি পাপা, আপনি ভাল আছেন? খেয়েছেন?
_ হু ... পাপা, পাপা, আপনি আম্মির ব্যাগে এত্তগুলো তাকা দিয়ে দেন তো
= অ্যাঁ ... কেন? তোমার আম্মির ব্যাগটা কি শুকিয়ে গেছে?
_ হু... শুকিয়ে গেসে তো ... হি হি হি
= টাকা দিয়ে কি করবেন পাপা?
_ একতা ত্রাক কিনবো
= সর্বনাশ ... বড় ট্রাক?
_ হু... এত্ত বলো
= সেইটা দিয়ে আপনি কি করবেন?
_ ইস্কুলে যাবো
= ট্রাকে করে কেউ স্কুলে যায়?
_ আমি যাবো, ত্রাক আমার পসন্দ
= আচ্ছা পাপা, একটু ছোট কিছু হইলে চলবে না?
_ কত ছোতো?
= এই ধরেন খেলনার থেকে একটু বড়?
_ আচ্ছা, হবে, কবে তাকা দিয়ে দিবেন?
= এক্ষুনি তাকা দিয়ে দিবো
_ তাহলে আম্মিকে বলে দেন
= আচ্ছা, বলে দিবো ...
_ আচ্ছা, বাই পাপা ( বলেই ফোন কেটে দিলো )
কয়েকঘন্টা পর আবার ফোন করি ...
= পাপা, ট্রাক কি কিনেছেন?
_ না তো ... ত্রাক কিনবোনা, ভ্যানগাড়ী কিনবো
= মানে কি? ট্রাক না কিনবা তখন যে বললা!
_ এখন ভ্যানগাড়ী কিনবো, ভ্যান গাড়ী বেশী ভাল
= পাপা, দুনিয়াতে এত্ত জিনিস থাকতে ভ্যানগাড়ী আপনার পছন্দ হইলো?
_ হু ... ভ্যান গাড়ী ভালো, মাল নেয়া যায়
= তুমি ভ্যান গাড়ীতে কি মাল নিবা?
_ আমার সব খেলনা নিবো
= তুমি কোথায় দেখেছো ভ্যান গাড়ী?
_ বাজালে ...
= পাপা, আপনি বাজারে গিয়ে কি কেনেন?
_ মুগগী কিনি, মাস কিনি, আলু কিনি ...
= আপনি অনেক মুরগী খান?
_ হু... পাপা, পাপা ... আমি বাজারের ব্যাগ নিতে পারি এখন
= অ্যাঁ ... বলিস কি?
_ হু ... আমি অনেক বড় আর ষ্ট্রং হয়ে গিয়েছি তো
= তাই তো মনে হচ্ছে
_ পাপা, আপনি আমার জন্য ঈদের দ্রেস পাঠিয়ে দিবেন
= আচ্ছা পাপা, পাঠিয়ে দিবো, আপনি কি কালারের ড্রেস নেবেন?
_ রেড আর ইয়েলো আর গ্রীন
= আচ্ছা পাপা, আমি পাঠিয়ে দিবো
_ আপনি কবে এসে পড়বেন?
= আপনার জন্য ঈদের ড্রেস নিয়ে এসে পড়বো
( দৌড়ে যায় মা'র কাছে। আম্মি আম্মি, পাপা আমার জন্য ঈদের ড্রেস নিয়ে এসে পড়বে বলেসে )
_ আচ্ছা পাপা, এখন আর কথা বলবোনা ...
= আচ্ছা, তুমি ভাল করে খাওয়া দাওয়া ... (ফোন কেটে দেয়া শেষ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।