এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধা লেশমাত্র
দীর্ঘদিন কম্পিউটার ব্যবহারের ফলে কম্পিউটারে প্রচুর অপ্রয়োজনীয় টেম্পোরারি ফাইল, রেজিস্ট্র ও অ্যাপ্লিকেশন তৈরি হয় যেগুলোর কিছু কিছু আবার ব্যাকগ্রাউন্ডে সচল থাকে যা মোমোরির প্রচুর অপচয় ঘটায়। মূলত এই কারণেই কম্পিউটারের গতি ধীরে ধীরে কমতে থাকে। তবে ডিফ্রাগমেন্ট, ক্লিনআপ, টেম্পোরারি ফাইল ও রেজিস্ট্রি ক্লিনাপ এর মত কিছু বিষয় সম্পর্কে সচেতন থাকলেই কিন্তু আপনার কম্পিউটার কখোনই বয়সের ভারে নুয়ে পড়বেনা। এমনকি কিছু পদ্ধতি অনুসরণ করলে কম্পিউটার তার সাধারন ক্ষমতার থেকেও বেশি কাজ করতে সক্ষম হয়। আর এই সবকিছুই যদি করা যায় TuneUp Utilities দ্বারা ।
কম্পিউটারকে সুস্থ্য রাখতে এবং এর সৌন্দর্য্য বৃদ্ধি করতে TuneUp Utilities অসাধারন ।
দীর্ঘদিন কম্পিউটার ব্যবহারের ফলে কম্পিউটারে প্রচুর অপ্রয়োজনীয় টেম্পোরারি ফাইল, রেজিস্ট্র ও অ্যাপ্লিকেশন তৈরি হয় যেগুলোর কিছু কিছু আবার ব্যাকগ্রাউন্ডে সচল থাকে যা মোমোরির প্রচুর অপচয় ঘটায়। মূলত এই কারণেই কম্পিউটারের গতি ধীরে ধীরে কমতে থাকে। তবে ডিফ্রাগমেন্ট, ক্লিনআপ, টেম্পোরারি ফাইল ও রেজিস্ট্রি ক্লিনাপ এর মত কিছু বিষয় সম্পর্কে সচেতন থাকলেই কিন্তু আপনার কম্পিউটার কখোনই বয়সের ভারে নুয়ে পড়বেনা। এমনকি কিছু পদ্ধতি অনুসরণ করলে কম্পিউটার তার সাধারন ক্ষমতার থেকেও বেশি কাজ করতে সক্ষম হয়।
আর এই সবকিছুই যদি করা যায় TuneUp Utilities দ্বারা ।
ডাউনলোড
কম্পিউটারকে সুস্থ্য রাখতে এবং এর সৌন্দর্য্য বৃদ্ধি করতে TuneUp Utilities অসাধারন
[বাংলা লেখাটি আমার না ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।