ভালো ..তবে কালো
মাইক্রো এবং ন্যানো স্কেলের ডিভাইস তৈরির প্রতিযোগিতা বাড়ছে। এই ক্ষুদ্র ডিভাইসগুলোর জন্য শক্তির উৎস হিসেবে ব্যাটারির আকারও ক্ষুদ্র হওয়া প্রয়োজন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্ট এজেন্সি (ডারপা) ক্ষুদ্র আকারের ব্যাটারি তৈরির প্রকল্প হাতে নিয়েছে। আর ডারপার তৈরি এই ব্যাটরির আকার হবে স্রেফ লবণের একটি দানার সমান। খবর গিজম্যাগের।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষক জেন চ্যাং এই ইলেক্ট্রোলাইট ব্যাটারির নকশা করছেন। এই ব্যাটারির সাহায্যেই ইলেকট্রডের মধ্যে চার্জ প্রবাহিত হবে।
জেন চ্যাং জানিয়েছেন, লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোর মতোই এই ক্ষুদ্র লবণ দানার সমান ব্যাটারিতেও শক্তি পাওয়া যাবে।
গবেষকের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ব্যাটারি তৈরিতে লিথিয়াম অ্যালুমিনোসিলিকেটের সঙ্গে মাইক্রো-পিলারস বা ন্যানোঅয়্যার-এর কোটিং ব্যবহার করেছেন গবেষকরা। লিথিয়ামের সঙ্গে এক পরমানু সমান পুরু স্তর যোগ করে তৈরি করা হয়েছে এই ক্ষুদ্র ব্যাটারি।
নিউ মেক্সিকোর অ্যালবুকোয়ারকুতে অনুষ্ঠিত ভিএস ৫৭ ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অ্যান্ড এক্সিবিশনে গবেষক জেন চ্যাং এই উদ্ভাবনের বিষয়টি জানিয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।