আমাদের কথা খুঁজে নিন

   

ওলট-কাব্য

ঘুম-তার্কিক

রাত বাড়তেই কে কার পাতে দিই হানা মাথায় গাড়ে বসতী এক তবলচী- মহোল্লাসে মারছে চাঁটি ধিনাক-ধিন ফাঁস করে দেয় একযোগে এই আস্তানা। ঢাকতে ক্ষুধা গাইছি যে খুব “লা-লা-লা” বন-বন ঘোরে সিলিং জুড়ে বামন ফ্যান- যাস চেপে পেট, ভাসবে যদি- হচ্ছে কী? শিব গড়তেই বাঁদর গড়ে- সব শালা। ঐ তো দূরেই সাবেক তুমি- মরিয়ম! তোমার হাতেই আবার কেন হাতকড়া? ভেংচি কেটে- এহেন কেন রাত্তিরে- বললে ইঁদুর, কই সে ইঁদুর- পাঠশালায়! ঘুম পায় খুব ঘুম পায়- আহ্ তিন গোলক- ভীনদেশি এক নাবিক এসে স্যালুট দেয়- তার যে পিছে- কাঁদছে মিছে-মাল্লারা, লালচে দেখি- হায়- দেখি না জাহাজ কই। দোল-দোলনী দোলন আহা তুঙ্গে রে- হাতড়ে খুঁজি- জলে- সে প্রাণ ভোমরা কই? ডিগবাজী খায় কম্পাস সব নীল জলে- লাল মাছেদের মুখ যেন ঠিক হা- করা, ধুর- খাবি খাই, এও কি খাওয়া একরকম? মাছগুলো সব নিমেষে রং বদলে নেয়- নীল হয়ে যায়- ঝিনুক যে হায় থাকছে না! নিষেধ ভুলে তবুও তুমি মরিয়ম! প্রেম যে কালো- সে কথাতো জেনেইছি- এব পরও কী আমায় তুমি ছাড়বে না? খোকা কবি তোমার নামেই বর্গা দিই। খোকা লেখেন ভালোবাসি- খুকীর তবু মাসী মাসী- রাই গো রাই- গট আ-পী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।