আমাদের কথা খুঁজে নিন

   

♥ ☼ ♥ নিঃসঙ্গতার মহাপ্রয়ান ♥ ☼ ♥

আমি ধর্মভীরু - একাকী ঘরে থেকে প্রদীপের সল্তেটা বদলাই,

আশা জাগানিয়া প্রভাতের কোহেলিকা, জুঁই-চাঁমেলির তালে মাথা তোলে মল্লিকা। বিশুদ্ধ সরোবরে মিশে রয় মুক্তির গান, জয়ধ্বনিতে কাঁপে হেমন্তের পাঁকা ধান। কাটছে বলে সময় মানেনা একরোখা নীলাম্বরী মেঘ, ঝর্ণা মুক্তি নিয়ে নদীতে গিয়ে হারায় তার শেষ আবেগ। আধো রঙ্গীন ও ধূপছায়ায় প্রকৃতি যখন উন্মাতাল, উওুরে ঝড়ে তরী নিয়ে ঘুরে মাঝি হারায় অর্পিত হাল। তাল-তমাল আর হিজলের বনে শান্ত মিষ্টি পাখির গান, ধ্বনির পিঠে প্রতিধ্বনিতে সরব হয় ছায়াতরুর প্রাণ। আকাশ থমকে গিয়ে মেঘ হেটে যায়, ভৌতিক বজ্রপাতে পৃথিবী ভয় পায়। অসুন্দরের কোনে কোমলতা চুপিচুপি খেলা করে, সব জয় করে তুমি ফিরো আপন নীড়ে। দশদিগন্তে ভালবাসা তোমার - আমি ক্ষুদ্রপ্রান, সঞ্জীবনীশক্তিতে সঁপে দেই আমার নিঃসঙ্গতার মহাপ্রয়ান। দুপুর ২টা ৩৩ মিনিট লন্ডন, যুক্তরাজ্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।