আমাদের কথা খুঁজে নিন

   

দেশ কি সহিংসতার দিকে এগোচ্ছে?

বাংলাদেশের মানুষ দিন দিন নানা মাত্রার শঙ্কায় শঙ্কিত হয়ে উঠছে। হাইকোর্ট কর্তৃক জামায়াতে ইসলামীর নিবন্ধনকে অবৈধ ঘোষণার পর ১৩-১৪ আগস্ট দলটি দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে। মানুষের ভোগান্তি তৈরি করে যে রাজনীতি, তার প্রয়োজনটা কী? এদিকে বিএনপির নেতারা হুমকি দিয়ে রেখেছেন যে ঈদের পর ‘বাংলা বসন্ত’-এর মাধ্যমে সরকারকে বিদায় করে দেওয়া হবে। এ পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকে শঙ্কিত হয়ে উঠেছেন।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং গণতন্ত্রকে শক্তিশালী করার ব্যাপারে বৃহৎ দুটি রাজনৈতিক দলের যে দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার ছিল, সে ভূমিকা তারা পালন করতে পারছে না।

ফলে জামায়াতে ইসলামী সহিংসতা করার সুযোগ পাচ্ছে। উত্থান ঘটছে হেফাজতে ইসলামের মতো প্রগতিবিরোধী পশ্চাৎপদ শক্তির। বাংলাদেশের রাজনীতি যদি আওয়ামী লীগ ও বিএনপির হাতে থাকে, তাহলে তা অধিকতর স্থিতিশীল, নিয়ন্ত্রিত ও সহনীয় হয় বলে অধিকাংশ মানুষ মনে করে। কিন্তু জামায়াতে ইসলামীর বাংলাদেশবিরোধী ভূমিকা ও সহিংসতা এবং হেফাজতে ইসলামের নারীবিদ্বেষ ও পশ্চাৎপদতা বর্তমান ও ভবিষ্যতের বাংলাদেশের জন্য বিধ্বংসী পরিণতি বয়ে নিয়ে আসবে বলে আমাদের আশঙ্কা। বৃহৎ দল হিসেবে এ ব্যাপারে বিএনপিকে অনেক বেশি সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।