সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...
মাটির পিপাসায় , ধূলো পড়া জমিনে ,
যেখানে মৃত্যু আর লোভ খেলা করে শ্বদন্তে ,
আমি বুনন করছি তোমায় ,
কিছু শোকাবহ শব্দে , কিছু ক্ষতে ।
যেখানে মানুষ ভালোবাসার খোঁজে ,
মাথা কুটে বিনিদ্র পাথরে , মুখ লুকোয় স্তনে ,
যেখানে মুদ্রায় বিকোয় অনুভূতি ,
যেখানে অসংখ্য কান্না লুকিয়ে সস্তা লিপস্টিকে ।
কিছু বিক্ষত মানুষের বুকে ,
কিছু বুভুক্ষু মানুষের হাতের ভাঁজে ,
কিছু লেলিহান সময়ের স্রোতে , ভেসে যেতে যেতে ,
তুমি ক্লান্ত চোখে দেখ পৃথিবীকে ,
তুমি ক্লান্ত চোখে দেখ নখর আর শ্বদন্তের ভালোবাসাকে ।
তোমার চোখে কেউ কখনো চোখ রাখেনি ,
কোন ছোট শিশু কখনোই খেলবে না তোমার আঙিনায় ,
কেউ তোমাকে কখনো বলবেনা , ভালোবাসি ।
ভালোবাসা বিকিয়ে সস্তায় ,
তুমি আজ বড় ভালোবাসাহীন , অস্পৃশ্য , ঘৃণ্য ।
প্রিয় বোনটি আমার , আমার এ কবিতা তোমার জন্য ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।