আমাদের কথা খুঁজে নিন

   

এই প্রথম বের হলো জাভা ফোনের জন্য DDoS হ্যাকিং টুলস ।

আস্সালামু আলাইকুম ।
আজকে আমার মনটা খুব খুশি খুশি লাগছে । কারন জাভা ফোনের জন্য যেই DDoS হ্যাকিং টুলসের প্রগ্রামিং করতে ছিলাম তা সফল হয়েছি ।
এর আগে হ্যাকিং এর জন্য যত DOS এবং DDoS টুলস বের হয়েছে তা সব গুলাই পিসির জন্য । আনকেই আছে যাদের হ্যাকিং শেখার প্রতি অনেক আগ্রহ কিন্তু পিসি না থাকায় শত চেষ্টা বিফলে যায় ।


তাই তাদের কথা চিন্তা করে বাংলাদেশেরই সিক্রেট হ্যাকার টিমঃ H@ck1ng Sch00l তৈরি করেছে জাভা ফোনের জন্য @K40 DDos হ্যাকিং টুলস । তো আসুন দেখি এটার সাহায্য কিভাবে ওয়েবসাইট ক্রাস করা যায় ।
প্রথমে নিচের লিন্ক থেকে হ্যাকিং টুলসটি ডাউনলোড করুন ।
http://f14.wapkafiles.com/download/e/4/8/2005001_e48ce1ee247413693409b420.jar/cbddf32ebfa3d45a0a59/%40K40%2BDDoS%2BBy%2BS%40g0r.jar
এবার এটা ফোন ওপেন করুন । ওপেন করলে দেখবেন আপনার সামনে অনেক গুলা অপশন পাবেন ।


এখানে Host লেখার নিচের দিকে একটা ঘর আছে । সেখানে Server লিখা আছে ।
ওই Server লেখাটা মুছে দিন । তারপর আপনার র্টাগ্রেট ওয়েব সাইটের লিন্ক দিন ।
Example:
http://www.yourtargesite.com
2. এবার নিচে দেখুন Port এ 80 দেওয়া আছে ।

এখানে উক্ত ওয়েব সাইটের যে কোন একটা ওপেন পোর্ট বসান ।
3. বাকি অপশন গুলা ঠিক থাকবে ।
4. এখন আপনি উক্ত সাইটকে ক্রাস করার জন্য দুটা অপশন পাবেন । 1. Flash 2. Vibrate যে কোন একটা নির্বাচন করে Ok তে ক্লিক করুন ।
ব্যাস শুরু হয়ে গেল সাইটিতে DDos হ্যাকিং ।


এখন এভাবে আপনাকে কমপক্ষে ১-২ ঘন্টা অপেক্ষা করতে হবে ।
বি দ্রঃ তবে উক্ত কাজটা আপনি একা করলে হবে না । এটা একসাথে একই সময়ে কমপক্ষে ৬ জন করতে হবে ।
নোটঃ কি ভাবে এটা কাজ করে? একটা সাইট যখন তার হোস্টিং কিনে তখন হোস্টিং এর সাথে ব্যান্ডউইথ ও কিনতে হয় । উক্ত এডমিন তার সাইটের ভিজিটর অনুপাতে ব্যান্ডউইথ কিনে ।


তার ব্যান্ডউইথ যখন শেষ হয়ে যাবে তখন তার সাইটে আর ঢুকবে না ।
উপরক্ত টুলসটা দিয়ে উক্ত কাজ করা যাবে ।
পরিশেষে একটা কথা বলবো যে । এই টুলসটা অনেকেই আমার অনুমতি ছাড়া এডিট করবে নিজের নামে । এই কাজটা করা বাদ দিন ।

নিজে কিছু করুন তাতে গৈরব আছে ।
পোস্টি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন ।

পোস্টি পুর্বে প্রকাশিত হয়েছিলো । http://www.TipsTune.Com

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।