আমাদের কথা খুঁজে নিন

   

৮ বছর ধরে এক কমিটি যুক্তরাষ্ট্র বিএনপিতে

বিভিন্ন বিষয়ে বিরোধী দলের নেতা-কর্মীরা প্রবাসে সক্রিয় থাকলেও নানা কর্মসূচি নানা উদ্যোগে পালিত হতে দেখা যাচ্ছে।
গত সপ্তাহে দলের কেন্দ্রীয় নেতা এস কে একরামুজ্জামান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাজনৈতিক তৎপরতার কেন্দ্র নিউ ইয়র্কে এসে বিবদমান পক্ষগুলোর সঙ্গে বৈঠক করেন।
একে নতুন কমিটি গঠনের ইঙ্গিত মনে করছেন নেতা-কর্মীরা, তাই আলাদাভাবে তৎপরতাও বাড়িয়ে দিয়েছেন তারা।
২০০৫ সালে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠন করা হয়। সভাপতি হন আব্দুল লতিফ সম্রাট এবং সাধারণ সম্পাদক হন জিল্লুর রহমান।


দেশে জরুরি অবস্থার সময় জিল্লুর রহমান তখনকার মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে দুর্ব্যবহার করায় তাকে বহিষ্কার করা হয়।
তারপর থেকে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়েন যুক্তরাষ্ট্রে বিরোধী দলের নেতাকর্মীরা, যদিও দুই বছর আগে জিল্লুরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
২০১১ সালে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া নিউ ইয়র্ক এলে ওই সফর সমন্বয় করতে কেন্দ্রীয় সহসভাপতি শমসের মোবিন চৌধুরী একটি কমিটি গঠন করেছিলেন। কিন্তু সেই কমিটিও কাজ করতে পারেনি।
বর্তমানে সভাপতি সম্রাটের নেতৃত্বে একটি অংশ কাজ করছে।

আট বছর আগে সভাপতি নির্বাচিত হওয়া এই ব্যক্তি বলেন, নতুন কমিটি না হওয়া পর্যন্ত তিনিই নেতা।
সাধারণ সম্পাদক জিল্লুর, যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল এবং সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ নিজ নিজ সমর্থকদের নিয়ে আলাদাভাবে তৎপরতা চালাচ্ছেন।
বিএনপির কোন্দলের ছাপ পড়েছে যুবদলেও। এই সংগঠনের এক পক্ষে আবু সাঈদ আহমেদ এবং অন্য পক্ষে এম এ বাতিন নেতৃত্ব দিচ্ছেন।
বিএনপি নেতাদের প্রায় সবাই নিজেদের দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘আশীর্বাদপুষ্ট’ বলে দাবি করছেন।


মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্রের মুক্তি দাবিতে রোববার বিকালে যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির যৌথ সমাবেশেও নতুন কমিটির দাবি ওঠে।
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের এই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব আব্দুস সালাম ছিলেন প্রধান অতিথি।
আকতার হোসেন বাদলের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন চৌধুরী সারোয়ারুল হাসান, জসীমউদ্দিন, গিয়াসউদ্দিন, শেখ আনসার আলী, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
সমাবেশে প্রবাসী নেতারা বক্তারা যুক্তরাষ্ট্র বিএনপির অনৈক্য অবিলম্বে দূর করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
রাতে যুক্তরাষ্ট্র যুবদল এবং যুক্তরাষ্ট্র ছাত্রদলের যৌথ উদ্যোগে জ্যাকসন হাইটসে একটি কর্মী সমাবেশ হয়, তাতেও দলের নতুন কমিটি গঠনের দাবিতে স্লোগান ওঠে।


যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিনের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতার পরিচালনায় এই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদল, গিয়াস আহমেদ, কাজী আজহারুল হক মিলন, বাবরউদ্দিন, ম ই শাহীন বক্তব্য রাখেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।