আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম হার সাকিবের দল বার্বাডোজের

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস ২৭ রানে হেরেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে।  

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে গতকাল রাতে টুর্নামেন্টে প্রথম পরাজয়ের স্বাদ গ্রহণ করল বার্বাডোজ।  

পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৯ রান করে গায়ানা। সর্বোচ্চ ৭৩ রান করে ম্যাচ সেরা মার্টিন গাপটিল।  

জবাবে ১৯.৪ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায় বার্বাডোজ।

সর্বোচ্চ ৪৮ রান শোয়েব মালিকের।  

দলের পরাজয়ের সাথে সাকিব বল হাতে সফল হলেও ব্যাট হাতে ব্যর্থ হন। বল হাতে সাকিব ২৫ রানে ২ উইকেট নেন। ব্যাট হাতে মাত্র ৩ রানে আউট হয়ে ফিরে যেতে হয় তাকে।  

উল্লেখ্য, আগের চার ম্যাচে চারটিতেই জয় পেয়েছিল বার্বাডোজ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।