দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।
লাজ রাঙ্গা ঐ মুখখানি তোর
রাখিস কেন ঢেকে,
খাতার ভীতর দেব
মুখখানি তোর এঁকে।।
চোখের ভীতর সপ্ন আঁকবো
নাকের ডগায় শিশির,
চলনা সখি পার করে দেই
ঘুম হারা এক নিশির।।
চুলের খোঁপায় ফুল চড়াবো
মনের সাথে মন,
আবেগ গুলো ঠিক ঝরাবো
অচিন শিহরন।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।