আমাদের কথা খুঁজে নিন

   

ই-বাণিজ্য মেলা: যুক্তরাজ্য – বাংলাদেশ


বাংলাদেশি তথ্য প্রযুক্তি ব্যবসায়ীদের ব্যবসা প্রসারের তাগিদে  সেপ্টেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি ই-বাণিজ্য মেলা। দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করবে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়।
মেলার নামকরণ করা হয়েঠে ‘ইউকে-বাংলাদেশ ই-বাণিজ্য মেলা-২০১৩’ – এটিই দেশের বাইরে প্রযুক্তিভিত্তিক বাংলাদেশের প্রথম মেলা।
আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে মেলা আয়োজনে রয়েছে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ও প্রযুক্তি বিষয়ক পত্রিকা কম্পিউটার জগৎ।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, অর্থনৈতিক কর্মকান্ড সরকার একা করতে পারে না।

এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদের সহায়তা প্রয়োজন। ই-বাণিজ্যের ফলে মানুষ ঘরে বসেই লেনদেন করতে পারছে। ফলে দ্রুততম সময়ে কেনা-বেচা করা যাচ্ছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করা সম্ভব।
আইসিটি সচিব মো. নজরুল ইসলাম খান বলেন, দেশের ভেতরে ই-বাণিজ্য মেলা করে আমরা ব্যাপক সাড়া পেয়েছি।

লন্ডনে এ মেলার মাধ্যমে দেশের বাইরে দেশীয় পণ্য বিক্রয়ের সুযোগ পাবো। দেশের বাইরে অনেক বাংলাদেশি থাকেন মেলার মাধ্যমে তাদের কাছে দেশীয় পণ্য পৌঁছাতে পারবো।
তিনি বলেন, ভারত-পাকিস্তান দ্রুত ই-বাণিজ্যে এগিয়ে যাচ্ছে। আমাদেরও ই-বাণিজ্যের ক্ষেত্রে দ্রুত অগ্রসর হওয়ার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনিন সুলতানা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আসাদ আলম সিয়াম, কম্পিউটার জগৎ এর নির্বাহী আব্দুল ওয়াহেদ তমাল উপস্থিত ছিলেন।


- See more at: http://onlinebd.org

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।