আমাদের কথা খুঁজে নিন

   

" ইন্ডিপেন্ডেন্ট টিভির তালাশ এবং গোলাম মাওলা রনি "



গোলাম মাওলা রনিকে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির তালাশ অনুষ্ঠানটা দেখলাম। এ যেন সুরসুরি দিয়ে জোর করে হাসানোর চেষ্টা মাত্র। দেখে মনে হলো ভস্মিভূত ছায় এর মধ্যে কেরোসিন ঢেলে আবার ও আগুণ লাগানোর চেষ্টা । পুরে যাওয়া ছায়ের মধ্যে কেরোসিন ঢেলে আগুণ লাগানোর মধ্যে কোন বাহাদুরি আছে বলে মনে হয় না তাছাড়া কত রথি মহারথি র্দুনীতিবাজ এই দেশে আছে তাদের কোন হদিস নাই হঠাৎ এই রনির মত চুনোপুটিকে নিয়ে এদের এত মাথাব্যথা হওয়ার কারণ দেখি না। রনি কি শেয়ার বাজারের দরবেশ থেকে বেশী র্দুনীতিবাজ ? এই সমস্ত টিভি চ্যানেল আসলে কত দিন টিকে থাকবে দেখার বিষয় । যাদের ইশারায় এগুলো চলে বলতে গেলে তাদের দিন এখন শেষ---শুধু শেষ নয়, বলতে গেলে সময় ও শেষ, বয়স ও শেষ আবার আয়ু ও শেষ । সতরাং টিকে থাকতে গেলে টেকনিক পাল্টাতে হবে । কারণ আমরা নতুন প্রজন্ম কুত্তা-কুত্তির কামড়া কামড়িতে অভ্যস্ত হতে চায় না। আর বলার অপেক্ষা রাখেনা যে গোলাম মাওলা রনির সামনে অফুরন্ত সময়------

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।