আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
১
একবার ঘুমোতে গেলেই অনির্ধারিত গোলাপের দেশে ঊড়ে যায় মূঢ় প্যালিকান ! থামুন ভদ্র মহোদয় - মহিলাগন, স্বপ্ন দেখবেন না, রাত্রি এখন হলুদ স্মৃতি ! স্বপ্নের তলায় পাখিবধকারী, ব্যস্ত কনসেনট্রেশন ক্যাম্প। একবার উঠে দাঁড়ালেই জীবন- একঘেয়ে সুদীর্ঘ টেলিছবি কিন্তু টানে আর্তনাদ, পিপের ভিতর ডানাভাঙ্গা প্রজাপতি, পরস্পর সম্পর্কহীন মানুষ আছড়ে পড়ে অতলান্তিক।
আর দূরে কোথাও, দূরে কোথাও বেথোভেনের নাইন্থ সিম্ফোনি কুয়াশার মত ঝড়ে পড়ছে আর আমরা তর্কপরায়ন - অসংলগ্ন বিস্মৃতির ভেতর দিয়ে দেখছি ঝড়াপাতার উড়াউড়ি!
২
এই শহরের কোন জানালায়
বিদর্পে বিহবল হাওয়া ঢুকে গেলে
আমাদের রক্তে গোধূলী নেমে আসে।
আমাদের দুখ লাগে, আমরা গান করি,
নিজেদের ভাঙ্গা চশমা মুছতে মুছতে রুমাল
মুদ্রিত করে ফেলি দাহ!
আমাদের দুখ লাগে,
মরে গেলে কবরে কেউ ফুল দিও না!
৩
অনন্ত সার্কাস ,
বিষণ্ণ বাঘ, ট্রাপিজের
তারে ঝুলন্ত আমরা!
ধুলোময় ভাড়ের পোশাকে
একা অভিনয় করে যাওয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।