আমাদের কথা খুঁজে নিন

   

" ততদিনে আনেক দেরী হয়ে যাব"

মোহিনীরা স্বভাবে নির্মম। আর যারা ভালোবাসে তারা শুধু নিজেদের আত্মার ক্রন্দনে ক্লিষ্ট হয়-পূর্নেন্দু পত্রী

কিন্তু ততদিনে কোথাও আর কোন আশ্চর্য হলুদ সরষে ক্ষেত নেই মেঘমুক্ত নীল আকাশের তলে আদিম স্তন চেপে উৎপন্ন সভ্যতার নতুনতর কোন আবিষ্কারের শব্দ আমার কানে শুধু বধিরতা এনে দেয় চোখে দেয় অন্ধত্বের কালো শরীরের কোষে কোষে পৌছে যায় বার্তা -'জীবন আরো জটিল হলো, জীবন আরো জটিল হলো ' মূহুর্তেই সন্দিহান আমি আরো গভীরভাবে হই নিস্তব্ধ কিন্তু ততদিনে অনেক দেরী হয়ে যাবে আর কোন আশ্চর্য হলুদ সরষে ক্ষেত থাকবেনা মেঘমুক্ত নীল আকাশের তলে অর্থের মূল্যে কেনা অর্থহীন জীবন এখন ক্রমাগত শ্বাস টানে গাঢ় বিষন্ন বাতাসে ( ততদিনে আনেক দেরী হয়ে যাবে, ডি মুন, 13/ 08/ 2013, 16:31)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।