আমাদের কথা খুঁজে নিন

   

যে গান আমার আপনার মত প্রত্যেকটি স্বাধীনচেতা তরুনের মনে কথা বলছে । বুকে আগুন জ্বালানো গানটির নাম ''জ্বালো আগুন জ্বালো''

সাধারন ব্লগার

আমাদের যেন কিছুই যায় না ছুঁয়ে , প্রতিবাদ্গুলো লেপটে থাকে দেয়ালে। হয়ত মেনে নিয়েছি যা বলে সবাই ''কিছুই আর বদলাবে না। '' ভয় না কর , মাথা নত না কর । জাগো সবাই এক সাথে জাগো । বল সবাই এক সাথে বল, '''আর মানব না তোমাদের''' শুধুই এক জন প্রয়োজন , ভাঙতে এই আবরণ ।

আরও একটি আলোড়ন বদলাতে পারে সব । '''''জ্বালো আগুন জ্বালো...জ্বালো আগুন জ্বালো''''' শুভেচ্ছা চে , তুমি আজ ঠাই পেয়েছ যীশুর পাশে , আরও একটি বিজ্ঞাপনের মত , কিশোরের চোখ ধাঁধানো টিশার্টে । শুভেচ্ছা পিতা , তুমি কাঠগড়ায় , মানচিত্র ব্যবচ্ছেদের দায়ে । শুভেচ্ছা নুর হোসেন , তুমি আজ বিস্তৃত বুলেটে । ভয় না কর , মাথা নত না কর ।

জাগো সবাই এক সাথে জাগো । বল সবাই এক সাথে বল, '''আর মানব না তোমাদের''' শুধুই এক জন প্রয়োজন , ভাঙতে এই আবরণ । আরও একটি আলোড়ন বদলাতে পারে সব । '''''জ্বালো আগুন জ্বালো...জ্বালো আগুন জ্বালো। যেন সব কিছু হয়ে যায় ছাই।

জ্বালো আগুন জ্বালো...জ্বালো আগুন জ্বালো। যেন সব গ্লানি ধুয়ে মুছে যায়। জ্বালো আগুন জ্বালো...জ্বালো আগুন জ্বালো। অতীত যেন কে ভুলে না যায়। জ্বালো আগুন জ্বালো...জ্বালো আগুন জ্বালো।

আমাদের যেন সব ছুঁয়ে যায়। ''''''''' গান : জ্বালো আগুন জ্বালো ব্যান্ড : ARBOVIRUS এ্যালবাম : মন্তব্য নিষ্প্রয়োজন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।