আমাদের কথা খুঁজে নিন

   

৬০ হাজার বিদ্যুৎ খাম্বা কিনবে সরকার

আঠারো লাখ গ্রাহকের মধ্যে পল্লী বিদ্যুত্ সমপ্রসারণ প্রকল্পের আওতায় দু'টি টেন্ডারের বিপরীতে বিভিন্ন সাইজের মোট ৬০ হাজার ৬২৫টি এসপিসি খাম্বা কিনবে সরকার। আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়েছে।
 
বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, `আমাদের খাম্বা বিদ্যুত্ ছাড়া থাকবে না। বিদ্যুত্ লাইন সহ খাম্বা থাকবে।

তবে পর্যায়ক্রমে সব হবে। এতে মোট ১১৭ কোটি টাকা ব্যয় হবে। '
 
এছাড়া রেলওয়ের পাঁচুরিয়া-ফরিদপুর-ভাঙ্গা সেকশন পুনর্বাসন ও নির্মাণ প্রকল্পের কাজ সমাপ্তির লক্ষ্যে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে বিওকিউ আইটেমের পরিমাণগত হ্রাস-বৃদ্ধিসহ নতুন আইটেম অন্তর্ভুক্তির ভেরিয়েশন অর্ডার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এতে অতিরিক্ত প্রায় ১১ কোটি টাকা ব্যয় হবে।
 
অর্থমন্ত্রী আরও জানান, আগামী শিক্ষাবর্ষের জন্য ইবতেদায়ী, দাখিল ও দাখিল (ভোকেশনাল) স্তরের জন্য বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও পরিবহনের দরপস্তাব অনুমোদন করা হয়েছে।

মোট ৪ কোটি ৬১ লাখ কপি বই হবে। এতে ব্যয় হবে প্রায় ৮৫ কোটি ২৬ লাখ টাকা।
 
সরকারি/আধা-সরকারি কর্মকর্তাদের জন্য ঢাকার মিরপুরে জয়নগর আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আওতায় ১৪ তলা বিশষ্টি তিনটি আবাসিক ভবন নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যাতে মোট ব্যয় হবে ১৩১ কোটি টাকা।


সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।