পথের প্রান্তে আমার তীর্থ নয় ,,,,,পথের পাশেই আছে মোর দেবালয়
এরপরও কি আছে এমন আকাশ!
সুর্যাস্তের সমুদ্র সমতল বালুকাবেলায়
রেশম চিকন বুকওয়ালা সাদা গাংচিলেরা
নেচেছিল সেকি কোন জোয়ার ভাটার তালে?
মাতাল হাওয়ায় পাতাদের শর শর শব্দের গুঞ্জন!
যেখানে বয়ে চলে পৃথিবীর বাসন্তী হৃদয় সুবাস।
রয়েছে নীলাভ দূরদুরান্তে এক প্রলুদ্ধ
রহস্যময় জগত, যে জগতে বুকের মাঝে
সবুজ বীজ আগলে রাখা হলুদ সুর্যমুখী
মুখ তুলে রক্তাভ সুর্য বন্দনায় ব্যাস্ত।
যেখানে পাখিদের উড়াল দেয়ার এক মহান উচ্চতা।
যার পানে উন্মোচিত হয় এক শুন্যতা ভরা
আলোকময় বিশ্বের। পেজা পেজা তুলোর মত
ভেসে যাওয়া ঘোলাটে ধুসর মেঘ দাঁড়িয়ে যায়
ক্ষনিকের তরে,স্তব্ধ হয়ে শোনে গভীর সংবেদনে
কম্পমান পাতার হিল্লোল।
ভেসে আসে কোন এক সুদুরের
রাখালিয়া বাঁশির সুরের কাপন।
ডালে ডালে অদৃশ্য এক উদ্দীপ্ত যৌবন
মৃদু ফিসফিস আর মাঝে মাঝে কার জন্য
মন কেমন করা এক সুদীর্ঘ দীর্ঘশ্বাস।
তাদের কাছে রেখে এসেছি আমার শৈশব,
যেন এক রঙ্গীন মায়াবী কাচের টুকরো।
যেন আলগোছে ধরা কারো নম্র করতলে।
যেন এক স্বতন্ত্র সঙ্গীতময় প্রান নানা সঙ্গতে
বেজে ওঠে স্রোতস্বীনির অবিরাম জল কুন্তলে।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।